আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদানে আমার প্রলাপ

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

কালো অক্ষরের আকুতিতে আছে অব্যক্ত অসহায় অনুভব। জীবনের ওপারের মুক্তিতে এক অভিসন্ধি- বাঁচাই অসম্ভব! অর্থহীন কথা আওড়ায়ে যাচ্ছো নিজেকে অনেক চতুর ভাবছো! এ-গলি ও-গলি ঘুরে বেড়াচ্ছো বোকামিতে শুধুই হোঁচট খাচ্ছো! বোবার চিৎকারে আরশ কাঁপে। চিৎকার করে লজ্জা-ঘৃণা কাঁদে সবাক পাপী আমার আর্তনাদে কষ্টরা শুধু নিজেরা খেলা করে। শত দুঃখের মাঝেও হেসে যাওয়া এভাবেই তো কেটে যায় জীবন শত প্রশংসা কুড়ায় কষ্টমাখা হাসি নুনের ছিটা দিতে আসছে মরণ।। যমদূতের সামনে থমকে দাঁড়াই হাসি মুখে জীবনের গান শুধাই।। উৎসর্গঃ আমার মুক্তির আর্তিতে মন্তব্যকারীদের

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।