পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই
---
---
হরিদাস পালীয় যুগের সমাপ্তির পর, ব্লগে এখন সূচনা ঘটতে যাচ্ছে বলদীয় যুগের। এই সূচনা পুরোপুরি ঘটতে দেয়া মানে ব্লগের কালো অধ্যারের পাতা ওলটানো শুরু করা। এর বিরুদ্ধের সবাইকে যত দ্রুত সম্ভব কী-বোর্ড ধরা দরকার। রুখতে হবে ধেয়ে আসা ধাড়ি ধাড়ি বলদের দলকে।
আমরা সবাই কম-বেশী বলদ নামক প্রাণীটির সংগে পরিচিত।
বাস্তবে এটি খুবই নীরিহ স্বভাবের প্রাণী। নিজের গোয়াল-ঘরে গোবরের গন্ধ সৃষ্টি করা ছাড়া এর কোন সমস্যা নেই। তারপরেও গোবরের উপকারিতা দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নেয়া যায়।
কিন্তু আজকে আপনাদের পরিচয় করিয়ে দিবো এই ব্লগের ভার্চুয়াল বলদের সাথে। এরা নীরিহ হলেও শয়তান কম নয়।
এদের গোবরের গন্ধে ব্লগের পরিবেশ আজ নষ্ট প্রায়। আজে বাজে সকল পোস্ট যা গোবর সমতুল্য তা সবই এদেরই সৃষ্টি।
কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছেন এই ব্লগের সর্বোত্তম রাখালদের যাদের জন্য হরিদাস পালগন কিছুটা হলেও ক্ষান্ত থাকতো। তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলেছে, কর্তৃপক্ষ এখন ব্লগে বলদের উপস্থিতি কামনা করছে। সকল হরিদাস পাল আজ তাই রূপান্তরিত হয়েছেন বলদে।
একসময় হোসেইন ও এ-টিমের লিখিত হরিদাস পালের পোস্ট গুলা আমার অনেক অপছন্দ ছিলো। এখন টের পাচ্ছি সেগুলোর প্রয়োজনীয়তা, তারা থাকলে এই বলদের সংখ্যা এত বৃদ্ধি পেত না। তাদের অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব আজ আমাদেরই নিতে হবে।
ইরানী এক বলদের আগমন থেকে ব্লগে এই যুগের সূচনা ঘটে, তারপরেই একের পর এক নতুন নতুন ব্লগারগন বলদ পালে জায়গা করে নেয়। সত্যিই মহা-আশ্চর্য হল তাদের ছবি না দেখেও পোস্ট দেখেই শিং ওয়ালা একটা বলদের চেহারা কল্পনা করে নেয়া যায়।
এই বলদ দের আসুন মানুষ করি নইলে দৌড়ের উপরে রাখি। এতে আপনার আমার সবারই ভালো হবে। নইলে
ব্লগ ভরিয়া যাবে বলদের দলে আর ফালতু পোস্টে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।