আমি দেখেছিলাম তাকে..ছোট্র নদীর বাকে..
অভিনয়ে আসা...
অভিনয় যেন তার রক্তেই মিশে আছে। অভিনয়ের অ শেখার আগে থেকেই অভিনয় করছেন আবুল হায়াত। মাত্র ১০ বছর বয়সেই করে ফেলেছেন অভিনয় জীবনের প্রথম নাটক। তার অভিনীত টিপু সুলতান নাটকের মঁসিয়ে লালীর চরিত্রটি ছিল অভিনয় জীবনের সর্বপ্রথম নাটক। অনেকটা না বুঝেই প্রথম নাটকে অভিনয় করেন।
সে সময় আবুল হায়াতের বাবা আব্দুস সালাম ছিলেন চট্টগ্রাম রেলওয়ে ওয়াজিউল্লাহ ইন্সটিটিউটের সাধারন সম্পাদক তার সক্রিয় উদ্যোগে প্রায়ই মঞ্চে নাটক হতো। তবে বাবার নাটক রচনা, পরিচালনা কিংবা অভিনয়ে আগ্রহ না থাকলেও বাবাকে নাটকের সঙ্গে জড়িত হওয়া দেখেই অভিনয়ের সাহস করেন নাটক পাগল এ মানুষটি।
প্রথম নাটকে অভিনয়ের পর অনেকদিন নাটকের বাইরে ছিলেন। তবে একে অবশ্য একেবারে নাটকের বাইরে থাকাও বোঝায় না। কারণ অভিনয় না করলেও নিয়মিতই নাটক দেখতেন।
এরপর ক্লাস টেনে পড়ার সময় স্কুলের এক অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো নাট্য মঞ্চে ওঠেন। এরপরই অবশ্য নাটক সম্পর্কে কিছুটা বুঝতে শুরু করেন। এ সম্পর্কে আবুল হায়াত বেশ গম্ভীর সুরে বলেন, দ্বিতীয় নাটকে নাট্য মঞ্চে ওঠার আগে আমি বুঝতে শুরু করেছিলাম আমি যে মঞ্চে উঠতে যাচ্ছি তা একসঙ্গে অনেক দর্শক দেখবে। কলির জিন নামে সে নাটকে আমি স্বাভাবিকভাবে যে ধরনের কথা বলি সেভাবেই কথা বলেছি। আমার এখনো মনে আছে সে সময়ে নাটকটিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা পেয়েছিলাম।
এভাবেই স্কুল পেরিয়ে কলেজে পড়ার সময়ও টুকটাক অভিনয় করতেন। অভিনয়ের সঙ্গে গলাগলি ভাবটা আসে অবশ্য বুয়েটে পড়ার সময়ই। চিটাগং কলেজ থেকে পাস করে ১৯৬২ সালে সোজা ভর্তি হন তৎকালীন ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির (বর্তমান বুয়েট) সিভিল ডিপার্টমেন্টে। বুয়েটে পড়ার সময়ই তার মতো নাটকপাগল কয়েকজনের সঙ্গে পরিচয় হয়ে যায়, আর এভাবেই মঞ্চ নাটক দলের সঙ্গে সঙ্গে জড়িয়ে পড়েন বেশ কিছু সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও। অবশ্য এর জন্য পড়াশোনায়ও প্রচুর ক্ষতি হয়েছে বলে জানালেন তিনি নিজেই।
বুয়েটের থার্ড ইয়ারে পড়ার সময় বাংলাদেশ টেলিভিশনে অভিনয়ের জন্য পরীক্ষা দেন। বেশ সফলতার সঙ্গেই এখানে অকৃতকার্য হন ! এরপর আর ডিআইটি ভবনের দিকে (তৎকালীন বিটিভি অফিস) হাটেননি। এর ঠিক দু’বছরের মাথায় ১৯৬৯-এ ইডিপাস নাটকে অভিনয়ের মধ্যদিয়ে প্রথমবারের মতো টিভি স্কৃনে অভিনয়ের অভিষেক ঘটে। এরপর দেশ স্বাধীন হওয়ার পর সে বছরই বিটিভিতে প্রচারিতব্য বাংলা আমার বাংলা নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবারো ক্যামেরার সামনে আসেন। পরে অবশ্য নাটক ছাড়াও বেশ কিছু বাংলা মুভিতে অভিনয় করেন।
(চলবে..)
ছবি ক্যাপশন :
১.আড্ডায় আবুল হায়াত ২.ঢাকা ওয়াসায় চাকরীকালীন সময়ের ছবি ৩.সত্যি সত্যি বিয়ের পিড়িতে আবুল হায়াত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।