আমাদের কথা খুঁজে নিন

   

মিথিলার জন্য (ভাল লাগে, লাগে, লাগে)

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

তুমি দুষ্টুমির উদাহারন ভেজা চুলে দুলে দুলে জুঁই ফুলে ফুলে, অপ্সরা রুপ খুলে খুলে অফিসের কাজের ভুলে ভুলে আত্ব্যায় -সত্ব্যায় ভাল লাগার শিহরন। তুমি বিচরণ। তুমি বেহিসেবি নয়নে বারং বারের স্বপ্ন মাঝ রাতের ঘুমে "কি ভাল লাগে" ডাক, অকারন। জাগরন, জাগরিত হৃদপিন্ডের সুনামির কম্পন। গুঞ্জন।

গানের রাগে, বিরান বাগে, মুখরোতি বাংলামোটর বাঁকে "ভালও বাসি না আমি তোমাকে, একদমই না" বল, স্বকারন। (আমি জানি তুমি আমায় ভালবাসবেও না, তাতে কি? আমি তো বাসি, এটা আমার অধিকার। ) তুমি সুর্য ডাকা, মেঘ ঢাকা, কুয়াশা মোড়া যে কোন সাঝে ক্ষনে ক্ষনে, মনের কোনে কোনে বাতাসের সনে সনে কানে কানে, অজানা চুম্বকের টানে টানে জানে জানে ভাবনার ডানে বামে, আবেগের সঞ্চারন, অকারন। বিচরণ। কি ভাল লাগে? জি লাগে, কেন এ প্রশ্ন প্রহসণ।

সুযোগের বিয়োজন। দেখ, ভাল লাগার অফুরন্ত তব আয়োজন। প্রয়োজন, বিচরণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।