ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ
অনেক দিন ব্ল্লগে আসা হয় না, লেখাও হয় না। নানান কাজের ব্যস্ততায় আটকা পড়ে আছি। যদিও সেমিস্টার শুরু হবে আর ক'দিন পর। তারপরেও পরবতর্ী ক'টা সপ্তাহ হাতে তেমন একটা কাজ নেই। গতকাল ব্লগে এসে মিথিলার মৃতু্যর খবরে সত্যি খুব মন খারাপ হয়ে গেছে।
আঠার বছরের মেয়েটি এভাবে ফাঁকি দিয়ে চলে গেল। তার লেখাগুলো পড়ে মনটা আরও খারাপ। তাই মিথিলার বন্ধু-বান্ধবদের কাছে আবেদন আমার এখান থেকে নিউ ইয়র্ক চার ঘন্টার ড্রাইভ। দয়া করে মিথিলার ভাইয়ের ফোন নাম্বার দেন এবং সমাধিস্থলের ঠিকানা দেন, তাহলে কথা দিচ্ছি আমি নিজে যোগাযোগ করে ফুল দিয়ে আসব। বেঁচে থাকতে যার সাথে কথা হয়নি কখনো, তার মৃতু্যর পরও যদি একগুচ্ছ ফুল তার সমাধিস্থলে দিয়ে আসতে পারি তাহলে নিজের কস্টটা অনেক লাঘব হবে।
মিথিলার বন্ধু বান্ধবদের কাছে আমার ব্যক্তিগত আর্তি যদি দয়া করে মিথিলার শেষ ঠিকানা- সেমেটারীটার ঠিকানা ও ফোন নাম্বার আমার এখানে মন্তব্য হিসেবে দিয়ে দেন। আমি তার সমাধিস্থল ঘুরে এসে অবশ্যই এ নিয়ে একটা পোস্ট দেব-কথা দিচ্ছি। ভাল থাকেন সবাই। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মন্তব্যের। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।