আমাদের কথা খুঁজে নিন

   

মিথিলার অন্তর্দাহ

বিজয় তোমাকে বিনম্র অভিবাদন

কালের শোণিতে মিথিলার দ্বৈরথ যৌবন তাপোদাহে পোড়ে বিমূর্ত শরীর কলঙ্কের অভিশাপ নিয়ে নিসর্গের পথে ক্ষয় হয় নাগরিক জীবন। ভালবাসার পাপাচারে প্রোথিত হয় জ্যোৎস্নার মায়া, মিথিলা তোমাকে খোঁজে পরিত্যক্ত স্বভাব। মিথিলার ভরপুর যৌবনের প্রহর কাটে অদৃশ্য আয়োজনে কলঙ্ক ছুঁয়নি তারে, ছুঁয়েছে মরণব্যাধি। এবার কোথায় পালাবে? পশ্চিমে ভরাডুবি, পুবে ভ্রান্ত-বিলাস স্মৃতি কোথাও যাবার নেই, চারিদিকে বিস্ময়ের আধিপত্য! মিথিলার কাঙ্ক্ষিত বাসনায় উষ্ণআবেগ তাই দেখে অলৌকিক ঈশ্বরও হাসেন- মিথিলা, তুমি এখানেই আবাস গড়ো গড়ে তুলো অবান্তর বিশ্বাসের স্বর্গকেল্লা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।