আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোন দিয়ে কম্পউটারে ইন্টারনটে ব্যাবহার

সুখীমানুষ

এজ/জিপিআরএস এই শব্দ দুটো নিশ্চয়ই আপনার খুব চেনা চেনা মনে হচ্ছে? হ্যাঁ, হবার ই কথা। আমাদের দেশের সবকয়টা মোবাইল ফোন কম্পানিই এখন দিচ্ছে এই সার্ভিসগুলো। এই সার্ভিসগুলো দিয়ে আপনি ইন্টারনেটের বিশাল জগতে প্রবেশ করতে পারবেন সহজেই। আপনার মোবাইল ফোনটিতে যদি জিপিআরএস বা এজ সুবিধা থাকে তাহলে আপনার হেন্ডসেটটিতে আপনি ব্যাবহার করতে পারছেন ইন্টানেট। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে, কিভাবে এই টেকনোলজির মাধ্যমে কম্পিউটারে আমরা ইন্টারনেট ব্যাবহার করতে পারি ।

এর জন্য দুইটি পদ্ধতি আছে। ১। আপনার মোবাইল ফোনটিকে ইনফ্রারেড,ব্লুটুথ বা ক্যাবল দিয়ে কানেক্ট করুন কম্পিউটারের সাথে। কম্পিউটার যদি আপনার ফোনের জিপিআরএস/এজ মোডেমটি অটো ডিটেক্ট করে তাহলেতো ভালো কথা। যদি না করে তাহলে অপনার ফোনের সাথে দেয়া ড্রাইভারটি ইনষ্টল করে নিন।

এই ধাপ পর্যন্ত আসা মানে হলো আপনি একটি জিপিআরএস/এজ মোডেম ইনষ্টল করলেন আপনার কম্পিউটারে। ২। বাজারে ইউএসবি জিপিআরএস মডেম / এজ এবং জিপিআরএস মডেম পাওয়া যায়। যার বর্তমান মূল্য মোটামুটি ৪.৫ হাজার ও ৯.৫ হাজার টাকা যথাক্রমে। বাজার থেকে একটি জিপিআরএস/এজ মডেম কিনে নিন।

মডেম এর ভিতর সিম ঢুকানোর ব্যাবস্থা আছে। সিমটি স্থাপন করে আপনার কম্পিউটারের সঙ্গে মডেমটির সংযোগ দিন। উপরোক্ত যে কোন একটি উপায়ে জিপিআরএস/ এজ মডেম ইনস্টল করতে পারলেই হলো। বাকী কাজটুকো একেবারে জলবৎতরলং। ষ্টার্ট > সেটিংস > নেটওয়ার্ক কানেকশন এ যান।

বামপাশের অপশন থেকে ক্রিয়েট এ নিউ কানেকশন সিলেক্ট করুন। নেক্সট করুন। কানেক্ট টু দ্যা ইন্টানেট এ রেখেই নেক্সট করুন। এবার সেটআপ মাই কানেকশন ম্যান্যুয়ালি সিলেক্ট করে নেক্সট করুন। কান্কেট উইথ এ ডায়ালআপ মোডেম সিলেক্ট করে নেক্সট করুন।

এরপর যে কোন একটা নাম দিন (জিপি, একটেল, মাই কানেকশন ইত্যাদি)। এবার ফোন নাম্বার দিন *৯৯# । এবার ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি খালি রেখেই নেক্সট, ফিনিস দিয়ে দিন। ব্যাস হয়ে গেল আপনার কানেকশন। এখন যে কানেকশনটি তৈরী হলো তাতে ডাবল কিক করেই ঢুকে যান ইন্টারনেটে।

একটা ছোট্ট ডায়ালআপার কানেকশন হয়ে এটি সিসট্রেতে মিনিমাইজ হয়ে পড়ে থাকবে। যদি কানেকশন বন্ধ করতে চান তাহলে সিসট্রের ঐ আইকনটিতে রাইট কিক করে ডিসকানেক্ট করে দিন। এবার এনজয় করুন ইন্টারনেট! যদি আপনি ল্যাপটপ ব্যাবহার করেন তাহলে বাংলাদেশের যেখানেই যাবেন আপনি থাকছেন ইন্টারনেটের সাথে কানেকটেড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.