আমাদের কথা খুঁজে নিন

   

আবুল হায়াত পরিবারের অজানা কথা-১

আমি দেখেছিলাম তাকে..ছোট্র নদীর বাকে..

সেলিব্রেটি ফ্যামিলি বলতে যা বোঝায় আবুল হায়াত পরিবার সে গ্রহেরই উজ্জ্বল নক্ষত্র। ফ্যামিলি মেম্বারদের কাউকেই অন্যের পরিচয়ে পরিচিত হতে হয়নি, প্রত্যেকের নিজস্ব স্বকীয়তা তাদের এমন এক উচ্চতায় নিয়ে গেছে যাদেরকে পাঠকদের কাছে আর নতুন করে আলাদাভাবে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তার দুই মেয়ে বিপাশা হায়াত ও নাতাশা হায়াত স্বনামখ্যাত। তবে এ তারকা ফ্যামিলি তৈরির মূল কারিগর হলেন শিরিন-আবুল হায়াত। শিরিন নামের মমতাময়ী মানুষটি সব সময়ই থেকেছেন নেপথ্য কারিগর হিসেবে।

আর মূল চালিকা শক্তির ভূমিকায় কাজ করেছেন আবুল হায়াত। এ সেলিব্রেটি ফ্যামিলির নেপথ্যের সব তথ্য জানতে তাদের ফ্ল্যাটে সম্প্রতি উপস্থিত হয়েছিলাম। প্রায় ৬০টি মুভি ও ৫০০ টিরও বেশি নাটকে অভিনয় এবং ১০০টি নাটক পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন মানুষ আবুল হায়াত, আর আদর্শ ফ্যামিলি গড়ার মূল কারিগর হলেন মাহফুজা খাতুন শিরিন। যোগ্যতার বিচারে দু'জনের মধ্যে কেউ কারো থেকে কম নন। গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ-নিউ জিল্যান্ড ক্রিকেট খেলা দেখার ফাকে ফাকে কথা বলেছেন আমাদের সঙ্গে।

ব্যাটসম্যানের চার-ছয় হাকানো কিংবা উইকেট পতনের সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠা আর ফাকে ফাকে কথার মধ্য দিয়ে বেশ কয়বারই গরম চা হয়েছে ঠান্ডা, তবুও থামেনি কথা বলার সঙ্গে খেলা দেখা। (চলবে..) ১.ছবি তোলার জন্য রেডি চায়ের মগ হাতে আবুল হায়াত ২.আবুল হায়াত দম্পতির ছবি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.