আমাদের কথা খুঁজে নিন

   

নিলামে উঠছে আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাসের স্ক্রিপ্ট আর বন্ধুদের জন্য মেটালিকার একটি প্রিয় গান

http://www.myspace.com/423882880/music/songs/31785002

আসছে নভেম্বরে আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাস " ফর হুম দ্য বেল টোলস্ " -এর স্বাক্ষরিত মূল স্ক্রিপ্ট নিলামে উঠছে। নভেম্বরের ২৯ তারিখে, আর্নেস্ট হেমিংওয়ের স্বহস্তে সংশোধিত কপি উনবিংশ ও বিংশ শতাব্দীর সাহিত্যের শ্যন নিলাম গ্যালারীতে স্থান পাবে। নিলামকারী দাবি করছেন, এটাই কোনো বিখ্যাত লেখকের স্বহস্তে সংশোধিত স্ক্রিপ্টের প্রূফ, যা নিলামের জন্য ডাকা হবে। স্ক্রিপ্টটিতে হেমিংওয়ে নিজের হাতে লিখে প্রেমিকা, মার্থা গ্যালহর্ণ কে উত্সর্গ করেছেন এবং বন্ধু ও কর্মী, টুবি ওটো ব্রুসের নামে স্বাক্ষর করেছেন। ব্রুসের বংশধরদের ধারাবাহিকতায় সংরক্ষিত প্রুফ কপিটির নিলামের জন্য ৭৫০০০ থেকে ১,২৫,০০০ মার্কিন ডলারে ডাকা হবে।

যা বাংলাদেশী টাকায় পড়বে, ৫২,৫০,০০০ থেকে ৮৭,৫০,০০০ টাকা। ব্রুস, হেমিংওয়ের গাড়ির চালক, সেক্রেটারি ও সহকারী হিসাবে কি ওয়েস্টের ফ্লাতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। সে নিয়মিত হেমিংওয়ের স্ক্রিপ্টের প্রুফ দেখতো, এবং উপন্যাস " ফর হুম দ্য বেল টোলস্ "-এর রচনাকালে এর প্রতিটি পৃষ্ঠা পড়তো। নিজের জীবনের সমস্যাগুলো শেয়ারিং এর মাধ্যমে হেমিংওয়ের গল্প লেখার খোরাক যোগাতো। হেমিংওয়ে ব্রুসকে ডাকতো "আইরন ম্যান" (লৌহমানব) বলে।

বইটির কভার জ্যাকেট করে দেয়ার জন্য তিনি ব্রুসকে আর্থিক পুরস্কারও দিয়েছিলেন। এছাড়া নিলামে হেমিংওয়ের অপ্রকাশিত তৃতীয় গল্পপ্রন্থের( মেন উইদাউট উইমেন, ১৯৩৭) মুদ্রিত কপিও থাকবে। হেমিংওয়ের উপন্যাস "ফর হুম দ্য বেল টোলস্ " নিয়ে মুভি, গান হয়েছে। মেটালিকার করা "ফর হুম দ্য বেল টোলস্ " গানটির ভাবানুবাদ আমার ব্লগার বন্ধুদের জন্য তুলে দিলাম। মৃত্যু ঘন্টা বাজে কার শ্রীঘ্রই যুদ্ধ হবে পাহাড়ে, ভেতরে ধারাবাহিক এক শীতলতা যেতে যেতে বন্দুকের গর্জন, অসীম ধূসরতায় কে কবে কথা, নিজের নির্ভূল প্রমাণে? পাহাড়ের জন্য কেন এই মরণ যুদ্ধ জানেনা মানুষগুলো! নিজের ক্ষতগুলো ভীষণ গর্বিত করে জীবিত পাঁচ যোদ্ধা পীড়নে মাতে উত্সবে, যেন যাত্রী উন্মাদ।

মৃত্যু ঘন্টা বাজে কার কালান্তরে মৃত্যু ঘন্টা বাজে কার? মৃত্যুর আগে চেয়ে দেখো আকাশে এটাই কি শেষ তোমার? কলংকিত চিত্কার, তীব্র হুংকারে চূর্ণবিচূর্ণ সব। বিপর্যস্ত গন্তব্যে অন্তর হয় নিষ্ঠুর আগুন্তুক চেয়ে দেখে এ রহস্য শোনে আর্তনাদ ভয়াল! সবাই বিদায় নিবে বিধ্বস্ত প্রভাতে, অন্ধের মতো হাতড়ে যাবে শুধুই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।