"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
ভালবাসার ষড়ঋতু
তুমি যখন বলো, এই বুঝি বসন্ত এসে গেলো,
আমি খুঁজি শরতের খোলা আকাশ তোমার মুখে।
দেখি একরাশ কালো মেঘ তোমার চোখের কাজলে।
আমার চৈত্র মন আজন্ম খরাগ্রস্থ, সিঞ্চিত হতে চায়
প্রগাঢ় বর্ষণে। তোমার ইচ্ছে হলে শ্রাবণ ঢেলে দিতে
পারো মনের শুষ্ক চারায়, ধুয়ে দিতে পারো অযাচিত
এসিড বৃষ্টির ছিটেফোঁটা দাগ যা লেগে আছে গায়ে।
শারদীয় উৎসবে হয় মন চঞ্চল, গায় হেমন্তের গান,
মনের শীত কেটে যায় নিমিষে।
এবার বর্ষায় দেখবে
অজস্র কদমফুল ফুটবে আমার আঙ্গিনায়- সাজবে তুমি
বেনারসী সাজে। আহ্লাদী কনে-বউ তুমি কানে দোলাবে
ঘাসফুল, খোপায় জড়াবে তারার ফুল। চোখের পাতায়
নাচবে তোমার লাল-নীল সব প্রজাপতি। ফুল তার সব
পাপড়ি মেলে দেবে- পরতে পরতে মেখে নেবে সূর্যের
উষ্ণতা। ভাললাগার কোন এক অনুভবে কাঁপবে হৃদয়-
দুরু দুরু! তোমার চোখের কাজল ছুঁয়ে গড়াবে ক’ফোটা
অশ্রুজল- হয় যদি হোক সে আমার দেখার ভুল।
শীতের
শাল গায়ে জানালার পাশে এসে দাঁড়িও বিকেলের শেষে,
দেখবে শিশিরের কান্নায় ভিজে আছে মাঠের সবুজ দুর্বাঘাস।
শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিও ঐ নরম ঘাসের শিশিরে-
মাটির সুপ্ত উষ্ণতা পাবে তাতে। আমাকেও পাবে তুমি প্রতি
রাতের উষ্ণতায়- সবুজ ঘাসের ডগায়, ঘাসফড়িং হয়ে নেচে
বেড়াবো তোমারই আঙ্গিনায়। তুমি শুধু গ্রীষ্মের প্রখর দৃষ্টি
সামলে নিও। সূর্যের দীপ্ত শাসন, উদ্ধত ভঙ্গিমা- দিক না
যত খুশী আলো, নিস্তেজ নিষ্ফল হবেই সে রাতের মায়ায়।
মনের কালো মেঘ, ভালবাসা হয়ে ধরা দেবে শ্রাবণের রাতে।
(পুনঃপ্রকাশ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।