গেইমিং কনসোলটির নতুন সংস্করণ আগের সংস্করণ থেকে ২০ শতাংশ পাতলা এবং ১৫ শতাংশ হালকা বলে জানিয়েছে বিবিসি। এ ছাড়াও ছয়টি ভিন্ন রংয়ে পাওয়া যাবে এ গেইমিং কনসোলটি। এর ব্যাটারি ছয় ঘণ্টা পর্যন্ত একে চালিয়ে নিতে সক্ষম, এমনটাই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান সনি।
নতুন প্লেস্টেশনটির অভ্যন্তরীণ মেমোরি এক গিগাবাইট। তবে ব্যবহারকারীদের জন্য নির্মাতা প্রতিষ্ঠান সনি ৬৪ গিগাবাইটের মেমোরি কার্ড ব্যবহারের ব্যবস্থাও রাখছে কনসোলটিতে।
গেইমিং কনসোলটি অক্টোবর মাসের ১০ তারিখে বিক্রির জন্য জাপানে ছাড়া হবে। তবে কনসোলটি অন্যান্য দেশগুলোতে কবে ছাড়া হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি সনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।