আমাদের কথা খুঁজে নিন

   

ইউটিউব না খোলার পেছনে কারন জানুন। পাকিস্তান, সৌদি-আরবের কোন সমস্যা নেই, সব সমস্যা কি বাংলাদেশেরই?

ব্লগিং শুরু করলাম ইউটিউব বন্ধ কত দিন ধরে মনে নেই। দিনগুনে রাখি না। প্রথম-আলো কালেরকণ্ঠ কত লেখা দিলো। কত নামি-দামি লোক কত কিছু লিখলো কোন প্রভাব পড়ল না। কত বার নামকরা কলামিস্টরা ইউটিউব খোলার জন্য কতই না অনুরোধ করলো কিন্তু কোন কাজই হলো না।

১। ইউটিউব আসলে আমাদের কি কাজে লাগতো? ইউটিউব হয়তো বেশিরভাগ নেট ইউজারের কাছে বিনোদনের একটা মাধ্যম হিসেবে কাজ করতো, কিন্তু ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে অনেক কিছু শিখছিলো এমন ব্যাবহারকারীর সংখ্যা কম না। ছোটখাটো সমস্যা ভিডিও টিউটোরিয়াল দেখে সলভ করা যেত। সরকারের কিছু লোক যারা এই কাজটা অতি-উতসাহ নিয়ে করেছে তারা হয়তো ইউটিউব ব্যাবহার করেই না। টিউটোরিয়াল দেখা তো দুরের ব্যাপার।

তারা হয়তো বুঝতেই পারছে না, যে আসলে বাংলাদেশীদের ইউটিউবের প্রয়োজন কেন। তারা হয়তো মনে করছে- পোলাপাইনের কাজ নাই সারাদিন একটা ফালতু ভিডিও দেখার সাইট নিয়ে পড়ে থাকে, পড়াশোনা নাই কিছু না। বেদ্দপ পোলাপাইন। বন্ধ কইরা দিয়া ভালো করসি। ব্যাটা পড়াশোনা কর, কাজে লাগবে ভিডিও দেখলে লাভ হবে? আরেকটা ব্যাপার হতে পারে তারা হয়তো কোন একটা সিস্টেম করে নিজেদের ইউটিউব দেখার ব্যাবস্থা ঠিকই রেখেছেন! ২।

গুগল সহযোগিতা করছে না। সব পেপারে দেখেছি উলটা গুগলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে গুগল নাকি অসহযোগিতা করছে। ইউটিউব গুগলের প্রতিষ্ঠান। গুগল ভিডিও না সরিয়ে "অসহযোগিতা" করছে। গুগল কেন সহযোগিতা করবে? ইউটিউব যে বাংলাদেশের ভিজিটর বা অডিয়েন্স সেখান থেকে বিজ্ঞাপন দেখিয়ে গুগল তেমন কিছুই পায় না।

এক কথায় গুগলের জন্য বাংলাদেশের অডিয়েন্সকে বিজ্ঞাপন দেখিয়ে গুগলের তেমন কোন লাভই হয় না। বাংলাদেশ ইউটিউবের জন্য তেমন কোন বাজার না, যে বাংলাদেশে ইউটিউব বন্ধ রাখলে ইউটিউবের হিট কমে গিয়ে বিজ্ঞাপন ব্যাবসায় বিরাট ক্ষতি হয়ে যাবে। তাহলে ঠেকাটা কার? -বাংলাদেশের। কিন্তু যারা এগুলো দেখাশোনা করেন, তাদের কোন মাথাব্যাথা নেই। কেন নাই? উপরে বলেছি।

আর যেখানে সৌদি আরবে ইউটিউব খোলা, পাকিস্তানে খোলা বাংলাদেশের ইউটিউব খুলে দিলে মান সম্মানের কি বারোটা বেজে যাবে? আমার পরিচিত যারা আউটসোর্সইং করে তাদের ইজ্জতের বারোটা এমনিতেই বেজে যাচ্ছে। ক্লায়েন্টকে তারা ইনিয়ে বিনিয়ে বলেন "আসলে আমাদের দেশ থেকে ইউটিউব দেখা যাচ্ছে না" ৩। লাভ হচ্ছে আমাদের সার্ভিস প্রোভাইডরদের। এটা হওয়ার সম্ভাবনা অনেক কম। ইউটিউব মাঝে মাঝে হালকা পাতলা কিভাবে যেন চলে আসে।

কিভাবে আসে জানি না। হয়তো সরকারই দেখার ব্যাবস্থা করে দেয়। অফিসিয়ালি দেখা হয়তো যায় না। হয়তো ইউটিউব না দেখতে পারার পেছনে সার্ভিস প্রোভাইডরদের হাত আছে। কারন তাদের ব্যান্ডউইডথ খরচ হচ্ছে না।

গত কয়েক মাসে আমার পায় ৫০ জিবির মত ব্যান্ডউইডথ নস্ট হয়েছে। কিন্তু এই ব্যান্ডউইডথ কিন্তু টাকা দিয়ে কেনা লেগেছে। ৪। এটা একটা চিন্তা থেকে আসা বেহুদা কারন। এটা হওয়ার সম্ভাবনা ১%।

সেটা হলো যারা ব্লক করেছে তারা ব্লক ঠিকই করেছে কিন্তু খুলবে কিভাবে সেটা ভুলে গিয়েছে। এগুলোই আসল বড় কারনগুলা। ৩ আর ৪ নাম্বারটা হয়তো কিছুটা লেম রিজন, কিন্তু ১ আর ২ আসলেই সিরিয়াস এবং সত্যি কারন বলেই মনে হয়। আপনার মতামত জানান। আপনার কি মনে হয়? ফেসবুকে যোগাযোগ করতে পারেন বাচ্চাদের মেরে নিজের শক্তি জাহির করিস? পারলে নিজের সমান কোন লোককে পিটা অনন্ত জলিল আসলে একটা উজবুক! তার বউয়ের নাকি বন্ড গার্ল হওয়ার সব যোগ্যতা আছে! আমার দোয়েল, সরকারি ইঞ্জিনিয়ারের ব্যবহার ও কিছু অপপ্রচার! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.