পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই
ছোটবেলায় আমার মনে পড়ে আমি একটা মেয়ের সাথে ছড়া কম্পিটিশন করতাম। তার নাম কাজুলী। দুইজনে ছড়া লিখতাম প্রতিদিন আর বিভিন্ন জনকে দেখায়া ঠিক করতাম কারটা ভালো হয়েছে? এইসব করে আমি একটা ডায়েরী ভরে ফেললাম।
এই ছড়াটা সেই আমলের একখান ডুয়েট ছড়া। আমি আর আমার বোন মিলে লিখেছি, শেষের দিকে আমি বোনের সাহায্য নিতাম নিজে আর পেরে উঠতাম না।
কারণ ঐ মেয়ে আমার থেকে অনেক বড়ো ছিলো। হা হা হা।
আপনারা ডুয়েট গানের কথা অনেক শুনেছেন কিন্তু ডুয়েট ছড়া হয়তবা দেখেন নাই। তাই আপনাদের জন্য।
--------------------উলটে গেছে-----------------------
যদি আকাশটাতে উড়ত সবাই
পৃথিবীটা খালি হয়ে থাকতো পড়ে
পাখীরা সব পৃথিবীতে বাজাত সানাই
মানুষগুলো উড়ত সবাই আনন্দেরে
বড়রা সব ছোট হয়ে ছুটত সবাই স্কুলেতে
ছোটরা সব মুক্ত হয়ে ঘুরতো শুধু আনন্দেতে
গাছগুলো সব খেলত যদি আকাশটাতে
চাঁদ-তারা সব বেড়াত ভাই পৃথিবীতে
তখন তো ভাই ভেবে দেখ কেমন হত?
পৃথিবীটা সত্যিই যদি উলটে যেত
গ্রহ থেকে গ্রহান্তরে একটা খবর বেড়াত ঘুরে
পৃথিবীর এই চক্রটার সকল কিছু উলটে গেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।