কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আবদুল হাদী এবার ঈদের জন্য একটি অনুষ্ঠানে একসঙ্গে গান করেছেন। ‘সোনালি প্রান্তরে’ শিরোনামে বাংলাভিশনের আড্ডা ও গানের অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অভিনেত্রী অপি করিম। এটি প্রযোজনা করছেন নাহিদ আহমেদ বিপ্লব।
এ বিষয়ে বিপ্লব গ্লিটজকে বলেন, “দারুণ একটি অনুষ্ঠান করেছি আমরা। এর বিশেষত্ব হচ্ছে আমাদের প্রিয় শিল্পীদ্বয় তাদের গাওয়া দ্বৈত গানগুলো অনুষ্ঠানে পরিবেশন করেছেন।
এই গানের তালিকায় থাকছে সিনেমার জনপ্রিয় গানগুলো। অনুষ্ঠানে তারা একসঙ্গে সিনেমায় গান গাওয়ার নানা অভিজ্ঞতার কথা বলেছেন। আরও বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা ও ভবিষ্যতের পরিকল্পনার কথা। ”
অনুষ্ঠান সম্পর্কে সাবিনা ইয়াসমিন বলেন, “সৈয়দ আবদুল হাদী ভাইয়ের সঙ্গে গাইতে পেরে বেশ ভালো লেগেছে। এ রকম একটি অনুষ্ঠান করার জন্য আয়োজকদের ধন্যবাদ।
”
সৈয়দ আবদুল হাদী বলেন, “ওই অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন ও আমি একসঙ্গে গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। দর্শকরা অনেক কিছু জানতে পারবেন এই অনুষ্ঠানের মাধ্যমে। ”
এদিকে সঞ্চালক অপি করিম বলেন, “এ দুজন জীবন্ত কিংবদন্তির অনুষ্ঠান উপস্থাপনা করতে পেরে ভালো লেগেছে। আশা করি, দর্শকেরও ভালো লাগবে। ”
‘সোনালি প্রান্তরে’ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হবে ঈদ-উল-ফিতরের ২য় দিন বিকেল ৫টা ১৫ মিনিটে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।