আমাদের কথা খুঁজে নিন

   

ফুয়াদ এন্ড গং

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

গান আর মান দুটো বজায় না থাকলে মানুষ সে গানের প্রতি, গায়কের প্রতি কখনও আগ্রহ প্রকাশ করেনা। মানুষ ভাল কিছু শোনার জন্য টাকা দিয়ে গান কিনবে। এটা বিটিভির সাপ্তাহিক নাটকের মত না, খালাত, ফুফাতো ভাইবোন দিয়ে একটা সিরিজ বানালেন, আর লোকে বিনে পয়সায় দেখল। গান গাইতে হয় গানের মত করে, কবিতার মত কতগুলো লাইন বলে গেলেন আর তা পরিশ্রম করা টাকা দিয়ে কিনে আনলাম, তা কিন্তু স্বপ্ন হতে পারে বাংলার গানের জগতের মানুষদের কিন্তু গান শোনা জগতের মানুষের তা নেই। ফুয়াদ এন্ড গং, তাদের নিখুত কারু ও চারু মননশীলতার মাধ্যমে গান কে অনেকদিন পর মানের কাছাকাছি নিয়ে গেছে।

ফুয়াদ এন্ড গং এর ‍‍"বন্ধু তুমি কই" অনেকদিন পর একটি মানসম্পন্ন মৌলিক গানের অপূর্ব মিউজিক কম্পোজিশন। সামনে পেলে দাড়িয়ে স্যালুট করার মত লিরিক। আপনি টিভিতে বসে বসে গেজাবেন আর কেউ গান শোনে শোনে না, হিন্দি গান শোনে, ইত্যাদি বলবেন, তা হবে না। ভাল গান বানাতে পারেন না, আপনাদের নতুন প্রজন্মের কাছে ভাল গান সর্ম্পকে ধারনা নিতে হবে। আপনাদের চেয়ে হিন্দি গায়ক, সুরকার, গীতিকার ভাল কাজ করছে, তাই আমরা তাদের শুনি।

আমরা তো ফুয়াদ এন্ড গং এর সমস্ত গান শুনি। তারা ত একটি উদহারন বাংলা নতুন গানের পথিকৃতি। তাদের কাছে শিখুন আর প্রতিভাবানদের মুল্যায়ন করুন। ভাল গান বাংলাদেশে হচ্ছে। শুনুন।

চলবে..................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.