বিয়ে করলেন সংগীত পরিচালক ফুয়াদ ওরফে ফুয়াদ আল মুক্তাদির। কনে আমেরিকা প্রবাসী মায়া। বিয়ের পর নাম হয়েছে মায়া আল মুক্তাদির। ফুয়াদের সঙ্গে চিত্রনায়িকা দিতির কন্যা কানাডা প্রবাসী লামিয়ার দীর্ঘ দিনের প্রেম থাকলেও শেষ আড়াই বছর ধরে দু’জনের সম্পর্কের অবনতি ঘটে। একই সময়ে ফুয়াদের প্রেমে পড়েন মায়া।
এরপর চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে ফুয়াদের টানে মায়া আমেরিকা থেকে নিজ পরিবারের চোখ ফাঁকি দিয়ে একাই চলে আসেন বাংলাদেশে, ফুয়াদের কাছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ফুয়াদ এবং মায়ার বিয়ে সম্পন্ন হয় বারিধারাস্থ নিজ ফ্ল্যাটে। এ সময় কাছের দু’ একজন বন্ধু-বান্ধবের বাইরে উল্লেখযোগ্য কোন শিল্পী-সুরকার উপস্থিত ছিলেন না বলে জানা যায় বিশ্বস্ত সূত্রে। বিয়ের পর ফুয়াদের সংসার এবং প্রতিষ্ঠান ‘দ্য হিট ফ্যাক্টরি বিডি’র হাল ধরেন মায়া আল মুক্তাদির। দু’জনার ফেইসবুক ইনফরমেশনে সেটাই স্পষ্ট।
তবে ফেসবুকের তথ্য এবং দু’জনার একান্ত ছবিতে স্পষ্ট হলেও মৌখিকভাবে বিয়ের বিষয়টি বরাবরই এড়িয়ে গেছেন ফুয়াদ। কারণ হিসেবে জানা যায়, দুই পরিবার থেকেই বিয়েটিকে এখনও মেনে নেয়া হয়নি। অন্যদিকে ফুয়াদের প্রাক্তন প্রেমিকা লামিয়াও বিষয়টিকে ঘিরে পারিবারিক ও সামাজিকভাবে নানা জটিলতা সৃষ্টি করার চেষ্টা করে আসছেন বিয়ের পর থেকে। মূলত সে জন্যই বিয়ের খবরটি নিয়ে মুখ খুলছেন না ফুয়াদ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল মায়াকে সঙ্গে নিয়ে ফুয়াদ উড়াল দিয়েছেন আমেরিকার পথে।
উদ্দেশ্য, সেখানে থাকা ফুয়াদের মা এবং মায়ার পরিবারের সঙ্গে বসে যৌথভাবে বিষয়টি মিটমাট করা। সূত্র জানায়, আমেরিকায় পারিবারিকভাবে বিয়ের বিষয়টি সমাধান করে নব দম্পত্তি দেশে ফিরবেন এ মাসের শেষ নাগাদ। এর পরই আনুষ্ঠানিকভাবে জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বন্য ফুয়াদ খ্যাত জনপ্রিয় এই কম্পোজার। এদিকে মায়া আল মুক্তাদির সম্পর্কে জানা যায়, আমেরিকায় আদ্যপান্ত বেড়ে ওঠা এ তরুণী পড়াশুনা শেষ করেছেন ইউনিভার্সিটি অব বৃটিশ কলাম্বিয়া থেকে। পারিবারিকভাবে দু’জনার সঙ্গে প্রথম পরিচয় আমেরিকাতেই।
মায়া মূলত ফুয়াদের গানের ভক্ত। সেখান থেকেই প্রেম-বিয়ে। বিয়ের পর মায়া ফুয়াদের সহকারী হিসেবে এরই মধ্যে কাজ শুরু করেছেন বলে জানা যায়। আরও জানা যায়, বিয়ের পর দারুণ পরিবর্তন এসেছে অগোছালো ফুয়াদের গেটআপ এবং চলনে-বলনে। প্রত্যক্ষদর্শীদের মতে, পারবিারিকভাবে দারুণ ঝামেলা পোহাতে হলেও বিয়ের পর দু’জনে শতভাগ সুখী।
সূত্র
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।