এখানে আসলে আপনাকে হাসতেই হবে, না হাসলে আপনাকে বুঝতে হবে হাসি কি তা আপনি জানেন না...
খাবারের স্বাদ বাড়াতে আমরা কত কিছুই না যুক্ত করি খাবারের সাথে, সস হচ্ছে তেমনি একটি উপাদান যা খাবারের স্বাদকে কয়েক গুন বাড়িয়ে দেয়। এবার তবে আর কথা না বাড়িয়ে ঝটপট বানিয়ে নিই ককটেল সস। যা আমাদের খাবারকে করে তুলবে অতুলনীয়! যথারীতি প্রথমেই জানিয়ে দিচ্ছি কি কি লাগছে ককটেল সস তৈরীতে।
উপাদানঃ
০১. ম্যায়নাইজ সস ৫টেঃ চাঃ
০২. টমেটো সস ২ টেঃ চাঃ
০৩. টবাসকো সস কোয়ার্টার টেঃ চাঃ
০৪. লবণ পরিমাণ মতো
০৫. গুল মরিচের গুঁড়ো ২ চিমটি
০৬. লেবুর রস ১ টেঃ চামচ
০৭. অলিভ ওয়েল ১ টেঃ চামচ
০৮. চিনি পরিমান মতো
এবার তবে দয়া করে প্রাণালী জানার জন্য এখানে ক্লিক করুন।
নিত্য নতুন খাবারের আপডেট পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।