আমাদের কথা খুঁজে নিন

   

“হরতাল” ও “কারফিউ” - এর মধ্যে Basic কিছু পার্থক্য !!!

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

"হরতাল বনাম কারফিউ" দুটোরই প্রত্যক্ষ স্বাক্ষী আমরা। এই হরতাল আর কারফিউ'র মধ্যে বেশ কিছু বেসিক পার্থক্য লক্ষ্য করেছি, তাই উপস্থাপন করলাম। বেসিকের বাহিরেও ননবেসিক কিছু থাকলে তুলে ধরবেন ! ............................................................. রিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের ডাকে হরতাল আহব্বান করা হয় ! দেশের সরকার প্রতিনিধিত্বকারীরা নিজেরাই কারফিউ-এর ডাক দেয় ! হরতালের প্রতিপক্ষ বিরোধী দলের নেতা, কর্মী ! কারফিউ’র প্রতিপক্ষ দেশের জনগণ ! হরতাল চলাকালীন সময়ে রাস্তায় প্রচুর সংখ্যক রিকশা, ভ্যান এবং কিছু যানবাহনও চলাচল করার সুযোগ পায় ! কারফিউ’র সময় কোন ধরনের যানবাহনই রাস্তায় চলাচলের সুযোগ পায়না ! হরতালের সময় ধাওয়া, পাল্টা ধাওয়া, টিয়ার সেল, রাবার বুলেটের শব্দও পাওয়া যায় ! কারফিউ’র সময় চারিদিকে পিনপতন নীরাবতা পালিত হয় ! হরতাল শিথিলের কোন সুযোগ নেই ! কারফিউ’র শিথিলের সুব্যবস্থা আছে ! হরতাল নিত্যনৈমত্তিক ব্যপার ! কারফিউ কালেভদ্রে ঘটনা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.