হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...
শব্দমঞ্চে আজ বড্ড বেশি নীরবতা,
কোন স্লোগান নেই, নেই স্বরের তীব্রতা,
দু'চোখ মেলে তাই খুঁজতে থাকি
নিখোঁজ কোনো ঝাঁঝালো মিছিলের প্রতিচ্ছবি।
তোমাদের উত্থিত হাত যে এখন শেঁকলে বাঁধা-
ভয়ে নয়, জানি-
নিরুপায় হয়ে শক্তির পদানত,
কিন্তু তাতে কি কালো মেঘ সরে যাবে?
কাল-সময় যাবে চলে বহুদূরে?
আসবে সেই প্রভাত-ফেরির দিন ফিরে?
ঠোঁটে ঠোঁট চেপে রাখা তোমাদের-
তাই নেই একটি শব্দেরও প্রতিধ্বনি।
যদি সময়ের প্রভুত্ব মেনে নও-
তবে বলে দাও আজ,
নিভিয়ে ফেলি স্বপ্ন-প্রদীপ,
থাকবে না কোথাও মুক্তিমিছিল-প্রত্যাশী চোখ,
আশার ভেলা, নির্ভরতার রেশ
বলে দাও - দীর্ঘ করো না প্রতীক্ষার প্রহর,
পেছনে অসহায় লক্ষ্ মানুষ- তাদের দেখো,
রিক্ত হাতে শূন্য চোখে ডাকছে তোমায়-
দ্রোহের তাড়নে জেগে ওঠো শুধু একবার-
শুধু একবার...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।