যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
ব্লগ ও কি তেনারা দখল করেছেন নাকি অতিউৎসাহী দেশপ্রেমিক(বাংলায়) তেনাদের আপন হবার চেষ্টা করছে !!
সারাদিন ইন্টারনেট সেবা(আহা কি সেবা , মোবাইল ফোনেরসেবার মতোই) বন্ধ । অলরেডি বিডিনিউজের নেট লাইন বন্ধ । আর কোথায় কি হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন । এমন সুকর্মের সমর্থন কিছু মানুষ না করলে ক্যামনে হয় !! আমরা শুধু তাদের নিক গুলো মনে রাখি যদিও যথা সময়ে তাতার নিক বদলে ফেলবে এবং আবার তাহারা হাওয়ার দিকেই পাল ভিড়াবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।