দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে
আলহামদুলিল্লাহ। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। এখনও পযর্ন্ত আমরা স্বাধীনভাবেই আমাদের দেশকে চালিয়ে থাকি। যদিও নিরঙ্কুশ স্বাধীনতা ভোগ করতে পারি কিনা সেটা নিয়ে দ্বিধা আছে। এই যে, স্বাধীন দেশের গর্বিত নাগরিক আমরা- এর পিছনে সেনাবাহিনীসহ আপামর জনসাধারণের অবিস্মরনীয় অবদান ওতপ্রোতভাবে জড়িত।
স্বাধীনের সময় থেকেই সেনাবাহিনী আমাদের বন্ধু।
তারা শুধু আমাদেরই বন্ধু নয়, দুর্যোগ এবং বিপর্যয় মোকাবেলায় পৃথিবীর অন্যান্য দেশেও বিরাট ভূমিকা রেখে আসছে। যা পৃথিবীর অন্যান্য দেশের জন্য একটা উদাহরণ। মানবতার পক্ষে এই যে সেবা তা যেকোন মানুষ স্বীকার করতে বাধ্য হবে।
বাংলাদেশে গত দুদিনে যে ভীষণ ক্র্যক ডাউন চলেছে, তাতে ক্ষয়-ক্ষতি ব্যাপক হলেও তুলনামূলক প্রাণহানী ঘটেছে অনেক কম।
সেনাবাহিনীর কোন এক সদস্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করলে এবং তার ভিত্তিতে ছাত্ররা আন্দোলন গড়ে তুললে---- বতর্মান সরকার তথা সেনাবাহিনী ছাত্রদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরিয়ে নিয়েছে সেনাক্যাম্প, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। এসবই প্রমাণ করে দেশের বিরুদ্ধে যাওয়া এবং দেশের মানুষের সাথে বৈরি আচরণ করা তাদের উদ্দেশ্য নয়।
দেশের যেকোন দুর্যোগ মুহুর্তে তারা এগিয়ে এসেছেন। দেশ সেবায় লেগে পড়েছেন স্বার্থহীনভাবে। দেশের অন্য জনগণের মত এবারের বন্যায় তারা নিজেদের বেতনের একদিনের টাকা দান করেছেন বন্যাতর্দের জন্য।
এমন সেনাবাহিনীর জন্য অবশ্যই আমাদের গর্ব করা উচিত। বারবার সুযোগ তৈরি হওয়ার পরও তারা এবার ক্ষমতা নিজেদের করে নেননি, দেশকে দীর্ঘমেয়াদে বিপদে ফেলেননি, অবশ্যই প্রশংসার দাবী রাখে।
এক শ্রেণীর মানুষ খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনীকে দেশের সাধারণ মানুষের বিপক্ষে দাঁড় করানোর জন্য। এই চেষ্টা অবশ্য আজই শুরু হয়নি। এই পক্ষই প্রায় সময়ই দাবী করে যে, প্রতিরক্ষা খাতে বাংলাদেশের ব্যয় কমাতে হবে।
প্রয়োজন নেই দেশের সেনাবাহিনীর পিছনে এত টাকা ঢালার! এরই ধারাবাহিকতায় তারা গতকাল একটি ছবি প্রচার করেছেন, যেখানে কেউ একজন ফ্লাইং কিক দিচ্ছে কোন এক সেনা সদস্যকে। ব্লগারদের মধ্যেও একটা গ্রুপ চালিয়ে যাচ্ছে সেই প্রচেষ্টা।
এই সেনাবাহিনী পাকিস্থান সেনাবাহিনী নয় যে, ২৫ মার্চের (যখনও বাংলাদেশ পাকিস্থানের অন্তর্ভূক্ত) ক্র্যাক ডাউন চালিয়েছে কখনও। তারপরও কেন দেশের বিরুদ্ধে ঠেলে দেয়ার এই বিদ্ধোংষী চেষ্টা। তাদের উদ্দেশ্য আমার বুঝতে বাকি নেই।
দেশের স্বাধীনতা তাদের কাম্য নয়, তারা চাই এদেশ কারও করদ রাজ্যে পরিণত হোক। ব্যর্থ রাষ্ট্রের প্রোপাগান্ডা তাদের বড় অস্ত্র। আমাদের সাবধান হতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।