প্রতিটি সর্যাস্তে বুক বাঁধি একটি অন্যদিনের সূর্যোদেয়র প্রত্যাশায়.......
জাতির ভবিষ্যতের কর্ণধাররা একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যা করছে, তাতে কে লাভবান হবে? মঈন বা সরকারের কারো কি এক দিনের চাকরির টাকাও কাটা যাবে? না খেয়ে থাকবে তাদের কেউ? আমার সোনার দেশের সোনার ছেলেরা যা করছে, তাতে তারা কি হারাচ্ছে সেটা বুঝার ক্ষমতাও তাদের নেই। যারা নিজেরাই জানে না কিসে নিজের মঙ্গল আর কিসে অমঙ্গল, তারাই না কি আবার জাতির মঙ্ঘল করবে। হায়রে সেলুকাস। এরাই না কি আবার দেশের সবোর্চ্চ বিদ্যাপীঠের গর্বিত সন্তান।
কে জানি বলেছিলেন, বিশ্ববিদ্যালয়গুলো ডাকাতদের গ্রাম।
কথাটা তিনি কি ভেবে বলেছিলেন জানি না। তবে বর্তমান অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোকে এর চেয়ে ভাল কিছু বলতে আমার বিবেকে বাধছে। আরে, ডাকাতরাতো অন্তত কিসে নিজের লাভ হবে, সেটা হিসাব করার ক্ষমতা রাখে।
আমার মনে হয়, আমাদের দেশের অধিকাংশ নির্বোধগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে থাকে (ছাত্র এবং তাদের রাখাল) আর ভাল বুদ্ধিমানেরা বলদ দিয়ে জমিতে চাষ দেয় (কৃষক)।
ঞ্জান-বিঞ্জান শিক্ষা দেয়ার আগে আমাদের দেশের ছাত্রদেরকে আগে শিক্ষা দেয়া উচিত কোনটাতে নিজের লাভ আর কোনটাতে ক্ষতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।