আমার ব্যক্তিগত ব্লগ
স্কুলে উলের কাজ শিখানো হয়েছিল। আমার আম্মার অনেক সখ ছিল তার মেয়েরা সেলাইয়ের কাজ শিখবে। কিন্তু ঘরের লোকের কাছে কিছু শেখা হয় না।
স্কুলের কারনে বেশ কিছু কাজের জিনিস বানিয়েছিলাম, উলের মোজা, ব্যাগ, টুপি ইত্যাাদি। আম্মা খুব খুশি হয়েছিলেন, এখনও আমার সেই ব্যাগ ব্যাবহার করেন, টুপি আর মোজা আমার ভাগ্নে পরেছিল।
কিন্তু স্কুল শেষ হবার সাথে সাথেই যেই কে সেই। জামার সেলাই খুলে গেলে একটু সুই সুতা হাতে নেই।এ কারনে উলের কিছু বানানো হয় না, অনেকদিন।
বি: দ্র: ছবিটা শামস পাঠিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।