হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!
এক বৃদ্ধের তিন ছেলে ছিল। একদিন বৃদ্ধের মনে হল, মরার তো আর বেশি দেরি নেই - এবার সম্পত্তিগুলো ভাগ করা দরকার। কাজেই তিনি তার তিন ছেলেকে ডেকে বললেন, "বাবাজীরা, আমার তো আর বেশি দেরি নেই, যেকোন সময় পটল না তুললেও আলু যে তুলব, সে বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু আমি যদি আগে থেকেই কোন উইল করে না রাখি, তাহলে দেখা যাবে তোমরা আমার তোলা আলু-পটলগুলো নিয়েও ঝগড়া-ঝাঁটি শুরু করে দিয়েছ। কাজেই আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছি যে, আমার মৃত্যুর পর আমার যাবতীয় সম্পত্তির অর্ধেক পাবে আমার বড় পুত্র, এক তৃতীয়াংশ পাবে মধ্যম পুত্র আর ছোট পুত্র পাবে এক নবমাংশ।
আশা করি তোমরা সুষ্ঠুভাবে প্রতিটা সম্পত্তি ভাগাভাগি করে নিবে এবং এ ব্যাপারে নিজেদের মধ্যে কোন মনোমালিন্য করবে না। "
এই ঘোষণার কয়েকদিনের মধ্যেই বৃদ্ধ পরলোক গমন করলেন। কাজেই তিনপুত্র সম্পত্তি ভাগাভাগি করতে বসল। টাকা পয়সার ভাগাভাগিতে তেমন কোন সমস্যা না হলেও সমস্যা দেখা দিল বৃদ্ধের রেখে যাওয়া ঘোড়াগুলো নিয়ে। কারণ দেখা গেল ভদ্রলোক 34 টি ঘোড়া রেখে গেছেন, যাকে 2 দিয়ে ভাগ করা গেলেও 3 বা 9 দিয়ে ভাগ করা যায় না।
বৃদ্ধের নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলোকে ভাগ করতে গেলে অন্তত একটি ঘোড়াকে জবাই করে তার মাংস ভাগ করতে হচ্ছে। কিন্তু তারা চাচ্ছে জীবিত ঘোড়াগুলোকেই বৃদ্ধের নির্দেশ অনুযায়ী ভাগ করতে।
বলতে হবে কিভাবে ভাগ করলে বৃদ্ধের নির্দেশ অনুযায়ী প্রত্যেক ছেলে আনুপাতিক ভাগ পাবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।