এক লোক তার বৃদ্ধ বাবাকে খুব কষ্ট দিতো। বউ আর এক বাচ্চা নিয়ে তার সংসারে কোন অভাব ছিলোনা। তবুও বউ এর কথামত বৃদ্ধ বাবাকে ঠিকমত খেতে পরতে দিতোনা। একটা ভাঙ্গা থালাতে ভাত দিতো। নিজেরা আরামে খাটে থাকলেও তাকে মাটিতে একটা ছেড়া মাদুরে শুতে দিতো।
বৃদ্ধের এ অবস্থা ঘরের বাচ্চা ছেলেটা খেয়াল করতো।
এমন কষ্ট সহ্য করতে না পেরে বৃদ্ধলোকটি মারা গেলো।
কদিন পর বাচ্চা ছেলেটি দেখলো তার বাবা তার দাদার ব্যবহারকৃত থালা আর ছেড়া মাদুরটা ফেলে দিচ্ছে। তখন সে ওগুলোর জন্য তার বাবার কাছে বায়না ধরলো।
বাবা বললো :তুই এগুলো দিয়ে কি করবি ?
ছেলে উত্তর দিলো :তুমি যখন দাদার মত বৃদ্ধ হবে তখন তোমাকে ঐ থালাতে খেতে দিবো আর মাদুরে শুতে দেবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।