Click This Link
কম্পিউটারে বাংলায় পবিত্র কোর আনের তাফসির পড়ার জন্য বিভিন্ন সফ্টওয়ার আছে। আওনলাইনেও পড়ার ব্যবস্থা আছে। থাকলে কি হবে সবার তো আর কম্পিউটার নেই। আর আমার মত হয়তো অনেকেই আছেন যাদের কম্পিউটার তো নেইই হাতের কাছে তাফসিরের কোন কিতাবও নেই। আমি যখন এই পরিস্থিতিতে পড়লাম তখন মোবাইলে পড়ার কোন উপায় আছে কি খুজতে লাগলাম।
কিছু সফ্টওয়ার পেলাম যা দিয়ে বিভিন্ন ভাষায় সংক্ষিপ্ত তাফসির পড়ার সুবিধা পেলাম। যেমন, আরবী থেকে আরবী তাফসিরে জালালাইন, তাফসিরে মুয়াস্সার। আর পেলাম বাংলায় মুহিউদ্দীন খান কর্তৃক শুধু অনুবাদ। উর্দুতে আবুল আলা মওদুদী, আহমদ রেজা, আহমদ আলী, মুহাম্মদ জুনাগড়ী সাহেবদের অনুবাদ। আমি তবুও শুধু অনুবাদে পরিতৃপ্ত হচ্ছিলাম না।
খুজছিলাম অনুবাদসহ যেকোন তাফসিরগ্রন্থকে পরিপূর্ণভাবে পেতে অবশেষে গুগল দিয়ে খুজতে খুজতে বাংলায় সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত সকল সুরার অনুবাদ সহ তাফসির পড়ার ব্যবস্থা মোবাইলে পড়ার উপযোগি হিসেবে পেয়ে গেলাম। (মোবাইলে উপযোগী কম্পিউটারে আরো উপযোগী) হয়তো আমার মত অনেকেই এমন ব্যবস্থা খুজছেন তাদের জন্য পোস্ট দিলাম। আর যাদের এরকম আরো ওয়েব ঠিকানা জানা আছে তারা লিঙ্কটা জানিয়ে দিবেন। যাতে সবাই উপকৃত হতে পারি। আমার পাওয়া ওয়েব ঠিকানা http://www.quraanshareef.org/ এখানে... ।
এখানে গিয়ে সুরার নাম সিলেক্ট করলে ছবির মত ঝকঝকে আরবি সহ তরজমা এবং তাফসির পড়তে পারবেন। মোবাইলে ওপেরামিনি দিয়ে ব্রাউজ করলে ভাল হয়। আরো সহজের জন্য
Click This Link
এখানে যান...। পৃষ্ঠা নং ক্লিক করে পড়তে থাকুন। তাফসিরের পৃষ্ঠাকে ইমেজ হিসেবে মোবাইলে সেভ করেও রাখতে পারবেন।
দোয়া চাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।