আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েরা ছেলেদের দিকে, ছেলেরা মেয়েরদের দিকে তাকিয়ে,সবার গলায় তখন গানের সুরে “আমি তোমায় ভালবাসি ...........”

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

মনে আছে তখন ক্লাস ৮-এ পড়ি, আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অন্য এক স্কুলে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গিয়েছি। অন্য স্কুল মানে ওই এলাকার গার্লস স্কুলে ছিল প্রতিযোগিতাটি। আগে থেকেই বালিকা বিদ্যালয়ের বালিকারা জানতা বালকরা তাদের স্কুলে প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য আসছে, সেহেতু বালকদের সাথে একসাথে ক্লাস করা থেকে বঞ্চিত বালিকারা বালকদেরকে তাদের স্কুলে আগমনের উপলক্ষে বেশ উদগ্রীব ছিলেন। এ কথায় কোন বালিকা ব্লগার মাইন্ড করবেননা প্লিজ। বলার পিছনে নিশ্চয় কোন না কোন কারণ আছে, কারণ যা ছিল তা তাদের চাহনিতেই ফুটে উঠেছিল, যখন ওই স্কুলে প্রবেশ করি তখন আমাদেরকে দেখার সে কি হুলস্থুল, এমনও শোনা যাচ্ছিল, “দেখ দেখ কি সুন্দর পোলাগুলা” এরকম আরও অনেক ম্যাসেজ। আমরাও কম ছিলামনা তাদেরকে দেখারও সুপ্ত বাসনা আমাদের ছিল, তাই যে যেরমম সুযোগ পারছিলাম উকি ঝুকি দিয়ে যতটুকুন পারা যায় দেখার চেষ্টা করেছিলাম। আমরা ছিলাম মাঠে ওরা ছিল ক্লাসে, জানলার ভিতর থেকে আমাদেরকে দেখছিল আর বাহির থেকে জানালার ভিতরের দিকে দেখছিলাম আমরা। এক পর্যায়ে জানালা গুলো প্রায় সব বন্ধ করে দিল। শুরু হল আমাদের বেসুরা গলায় সুরের ঝলকানি “সবকটা জানালা খুলে দাওনা ..................................................................” গান শুনে তো মেয়েগুলো হাসতে হাসতে গড়া খায়। প্রতিযোগিতাও শুরু হল যথাসময়ে, তবে শুরুতেই জাতীয় সঙ্গীত গেয়ে শুরু করতে হবে গান চলছে, আমাদের চোখ তাদের দিকে, তাদের চোখ আমাদের দিকে, কন্ঠে রয়েছে গানের কথামালা “আমি তোমায় ভালবাসি ...................................................................................................”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।