আমাদের কথা খুঁজে নিন

   

রি-পোস্ট : শুভ অশুভ'র দোলাচলে

http://www.myspace.com/423882880/music/songs/31785002

১ তসলিমা নাসরিন। বহুল প্রচারিত, বিতর্কিত, নন্দিত-নিন্দিত এক নাম। নির্বাসিত এ লেখিকা আবার পত্র-পত্রিকার শিরোনাম হলেন। ভারতের হায়দারাবাদে সংবাদ সম্মেলনে মার খেলেন। মারলেন উগ্র ইসলামপন্থীরা, মৌলবাদীরা।

নাসরিন বললেন, এটা সংখ্যালঘুদের কাজ, মানে ভারতের সংখ্যালঘু হলো মুসলমানেরা। নাসরিনকে অবশ্য সেই নাজেহাল থেকে বাঁচালেন সংখ্যাগুরুদের কয়েকজন ! কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হলো প্রচার। প্রচারেই প্রসার। সংবাদ সম্মেলনে মার খাওয়ার অভিনব ব্যাপারটা পুরোটাই সাজানো। দগদগে ও রগরগে ইস্যু গুলোর বিপণন।

ভারতের বাজার ভালো মালই পেয়েছে বেঁচার জন্য। পচাঁ শুঁটকিও যদি ভালো করে রান্না করা যায়, অমৃত মনে হয়। ২. ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী নাবিলা এখন আর মোবাইল ফোন ব্যবহার করেনা। কারণ, মোবাইলে মিসকল ও আননৌন কল সন্ত্রাস! ৪/৫টা সিম বদলিয়েও কোনো ফল হয়নি। নম্বর লিক আউট হয়ে যায়।

কিভাবে? নাবিলা জানেনা। ভাইয়া নাবিলাকেই দোষী বলে, বাবা বলে, মা বলে, বন্ধুরা সন্দেহে চোখে দেখে। কিন্তু নাবিলা একা নয়, ওর মতো অনেক মেয়ে, মেয়ের মায়েরা, খালারা এ সমস্যার শিকার। কারণ, ফ্লেস্কিলোড, আইটপ আপ, ইজিলোড জাতীয় সুবিধা। অর্থাৎ, দোকানে গিয়ে মেয়েরা এ সুবিধা নিতে চাইলে তাদের নম্বর দিতে হয়, দোকানী পরে ভালো দামে সুন্দরী মেয়েদের নম্বরটা পাড়ার ছেলেটার কাছে বিক্রি করে।

ছেলেটাকে পেয়ে বসে নেশা, দোকানীর বেচা বিক্রি জমে ওঠে! ডিজুস আর বাংলালিংক...রাত বারোটার পর, ছটফট...ছটফট!!! ৩ এখন ক্যামেরা সেলফোনের সর্বনিম্ন দাম কতো জানেন?৩৫০০ টাকা। বাজার ক্যামেরা ফোনে সয়লাব। কিছুদিন আগে, এক বন্ধু দেখালো মোবাইল ক্যামেরায় ধারণকৃত বাংলাদেশী তরুণ-তরুণীদের বিভিন্ন যৌনতার দৃশ্য। পার্ক, রাস্তা,ক্যাফে,হোটেল নানান জায়গায় ধারণকৃত দৃশ্য। এর মধ্যে একটা দৃশ্যে দেখা গেলো, কতোগুলো স্কুল বা কলেজ পড়ুয়া বন্ধু মিলে ইয়ার্কি করতে করতে একজন বন্ধুকে দিগম্বর করছে।

শিকার বন্ধুটা অসহায় ও রাগান্বিত! সবাই বেশ মজা পাচ্ছে। যেন একটা গেমস্। এটাও হাতে হাতে চলে গেছে বিনোদন হিসাবে। ইদানীং পাড়ার বন্ধু বান্ধবদের সন্ধ্যাকালীন আনন্দ হলো ব্লু টুথ দিয়ে কার কাছে কি নতুন কালেকশন আছে সেটা অবাধ লেনদেন। এটা এখন তরুণদের,যুবকদের সবচেয়ে বড়ো বিনোদন।

বিনোদনের বিবর্তনটা কতো মজার তাইনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.