শেষ বলে কিছু নেই
ও চাঁদ, আকাশের বৃন্তচ্যুত উজ্জ্বল মায়াবি চন্দ্রমা
শূন্যতার সিঁড়ি ধরে নেমে এলে ঝুল-বারান্দায়;
একটু দূরে আমরা ক’জন- ছন্নছাড়া জোসনাখেকো
আপন মনে জিহ্বা ডোবায় চান্দ্রশিলার লাবন্যতায়...
ও চাঁদ, কী ক্ষতি হয়?
দূরে ছিলে,
চুপটি করে দূরেই থাকো;
আকাশের খিলান ধরে
অনন্তকাল ঝুলেই থাকো, কী ক্ষতি হয়?
বারান্দাতে আমরা ক’জন- ছন্নছাড়া পদ্য-চাতক
আমরা ক’জন? ধরে নাও আমিই একা।
অথবা কেউ ছিল না, টবে শুধু একটি গোলাপ
বারান্দার নির্জনতায় চাঁদের সাথে তারই দেখা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।