আমাদের কথা খুঁজে নিন

   

অভিনেতা আফজালের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা

অভিনেতা আফজাল হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসি হামলার অভিযোগে শাহবাগ থানায় মামলা দায়ের হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রশাসনিক কর্মকর্তা মো. সোলাইমান মামলাটি দায়ের করেন।

শাহবাগ থানায় করা মামলার এজাহারে বলা হয়, বার্ষিক বনভোজন শেষে শুক্রবার রাতে ৬ নম্বর সেগুনবাগিচায় আব্দুল মজিদ মিয়ার বাড়ির সামনে রাস্তায় গাড়ি থেকে মালামাল নামিয়ে ডিআরইউ কা্যালয়ে নিচ্ছিলেন কর্মচারীরা। এসময় মদ্যপ অবস্থায় অভিনেতা আফজালসহ আট-১০ জনের একটি দল ডিআরইউ কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সংগঠনের ছয়জন কর্মচারী আহত হন।

হামলাকারীরা তাদের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

শাহবাগ থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিআরইউ’র সাধারণ সম্পাদক ইলিয়াস খান জানান, অন্যায়ভাবে ডিআরইউ’র কর্মচারীদের পিটিয়ে আহত করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

মামলার বাদী সোলায়মান জানান, হামলায় আহতরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে অভিনেতা আফজালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.