লেখক আফজালের প্রেমে পড়লেন তারিন। আকাশ-পাতাল এই প্রেমের একপর্যায়ে তিল থেকে তাল বিষয় নিয়ে খুনসুটি শুরু হয় তাদের মধ্যে। তাদের সম্পর্কের টানাপড়েন বা এই প্রেমের পরিণতি কী হবে, তা দেখতে অপেক্ষা করতে হবে এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পর্যন্ত। ওই দিন চ্যানেলটিতে 'গল্পটি সত্যি নয়' শিরোনামের নাটকটি প্রচার হবে। নাটকের পাণ্ডুলিপি লিখেছেন লিটু সাখাওয়াত এবং পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। নির্মাতা বলেন, গল্পটি সত্যিই চমৎকার। তাছাড়া আফজাল হোসেন ও তারিন বড় মাপের এবং শিক্ষিত অভিনয়শিল্পী। তাই সব মিলিয়ে নাটকটি করতে যাচ্ছি বলে আমার ভালো লাগাটা অসাধারণ। শীঘ্রই শুটিং শুরু করব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।