আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ কেন আলাদা-১

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

আমরা ভার্সিটিতে যে সকল বই পড়ে থাকি তা সাধারণত বাইরের দেশের লেখকদের লেখা। ফলে অনেক সময় আমাদের দেশের প্রেক্ষাপটে বুঝতে সমস্যা হয়ে থাকে। আমাদের এক স্যার এ জন্য আমাদের একটি উপদেশ দিয়েছেন,” কখনই বইয়ের লেখার সাথে বাংলাদেশের মিল-অমিল খুঁজতে যাবে না, কারণ বাংলাদেশ অদ্ভুত নিয়মে চলে। “ এই ধারাবাহিক লেখায় কিছু প্রেক্ষাপট তুলে ধরা হবে। উদ্বুদ্ধকরন(motivational) তত্ত্বগুলোর অন্যতম হল মেসলোর চাহিদার ক্রমাধিকারতন্(maslow’s need hierarchy theory)ত্র।

এই তত্ত্ব অনুসারে, মানুষের চাহিদা পাঁচ প্রকার। ১.শারীরবৃত্তীক চাহিদা (physcological needs)২. নিরাপত্তাজনিত চাহিদা(safety needs) , ৩.সামাজিক চাহিদা(social needs), ৪. শ্রদ্ধা সম্পর্কিত চাহিদা(esteem needs) ও ৫. আত্মোপলব্ধি সম্পর্কিত চাহিদা (self-actualization)। এখানে শারীরবৃত্তীক চাহিদা হলঃ খাবার, ঘুম, পানি ইত্যাদি। এটা হল মানুষের সবচেয়ে প্রথম চাহিদা। এই চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত মানুষ অন্য কোন চাহিদার কথা চিন্তা করতে পারে না।

এরপরের চাহিদা হল নিরাপত্তাজনিত চাহিদা। এগুলো হলঃ বাসস্থান, চাকরী, শত্রুর আক্রমন প্রতিহত করার ব্যবস্থা, পেনশন ইত্যাদি। এই সকল চাহিদা পুরন হলেই মানুষ পরবর্তি চাহিদা যা সামাজিক চাহিদার স্তরে পৌছায়। সামাজিক চাহিদা স্তরে রয়েছে বন্ধু বান্ধব বানানোর সুযোগ, পরিবার বানানোর সুযোগ, প্রেম করার সুযোগ প্রভৃতি। এরপরের চাহিদাগুলোয় আর গেলাম না।

এই তত্ত্ব অনুসারে, প্রথমে প্রথম দুটি চাহিদা পুরন হতে হবে এবং এর পরেই তৃতীয় স্তরে যাওয়া যাবে। তো স্যার আমাদেরকে জিজ্ঞেস করলেন যে, বাংলাদেশ এ কি এই ক্রমাধিকার মানা হয়ে থাকে নাকি? আমরা স্বাভাবিক ভাবেই হ্যা বললাম। কিন্তু স্যার বললেন যে মানা হয় না। কারন আমরা যদি বিকাল বেলা ঢাকা ইউনিভার্সিটি এলাকায় যাই তাহলেই তো অনেক জোড়াকে একসাথে বসে থাকতে দেখি। এদের অনেকেই বেকার।

কাউকে কাউকে তো আবার দেখলে মনে হয় অনেকদিন ধরে খায় না। অর্থাৎ তারা এখন প্রথম দুটি স্তর পার করতে পারেনি। কিন্তু তারা এখন কি করছে? তাদের কাজকর্ম অবশ্যই সামাজিক চাহিদা পুরনের জন্য! কিন্তু এটা তো তৃতীয় স্তর! অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে এই ক্রমাধিকারটি মানা হয় না। তাই বইয়ের সাথে বাংলাদেশ-এর মিল খুঁজা আর খড়ের গুদামে সুঁই খুঁজা একই জিনিষ। [link|http://banglawritings.wordpress.com/2007/08/04/


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.