আমি কাক নই, আমি মানুষ...
প্রযুক্তি পণ্যের আকার আকৃতি প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। আর এই পরিবর্তনের ধারায় বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি কর্পোরেশন এবার তৈরি করেছে কাগজের মতো পাতলা এক মনিটর। নতুন এই মনিটরটিকে ব্যবহারকারী তার ইচ্ছেতো এদিক ওদিক বাকিঁয়ে নিতে পারবে। দুই দশমিক পাঁচ ইঞ্চির পাতলা এই মনিটরটির প্রদশর্নীর(ভিডিও চিত্র) ব্যবস্থাও করেছে সনি। তবে এখনো সিদ্ধান্ত হয়নি কোথায় কোথায় এই মনিটরটি ব্যবহার করা হবে।
সনির মুখপাত্র কিয়াসতো কিৎসুকাওয়া এই মনিটরটি সমন্ধে ভবিষৎ বাণী করেছে - যেহেতু এই মনিটরটিকে ইচ্ছানুযায়ী বাকানো যায় তাই এটিকে কোনো মানুষের কব্জিতে বা ল্যাম্পপোস্টে পেচাঁনো যাবে। পাশাপাশি এটিকে পোশাক হিসেবেও ব্যবহার করা যাবে। মনিটরটিতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা এলসিডি ও প্লাজমা টিভির প্রযুক্তির চেয়েও জটিল। মাটিতে পড়ে গেলেও এটি ভাঙ্গবে না। নতুন এই মনিটরটিকে আরো নিখুঁত ভাবে ব্যবহারকারীর কাছে পৌছানোর জন্য আরো কিছু সময় লাগবে বলে জানায় সনি কর্তৃপক্ষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।