সুরা বাকারার ২৬০ নং আয়াতে বলা হয়েছে:¨আর স্মরণ কর,যখন ইব্রাহীম(আবলল,হে আমার পালনকর্তা,আমাকে দেখাও,কেমন করে তুমি মৃতকে জীবিত করবে।বললেন;তুমি কি বিশ্বাস কর না?বলল,অবশ্যই করি,কিন্ত দেখতে এজন্য চাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি।বললেন,থলে ৪টি পাখী ধরে নাও,পরে সেগুলোকে নিজের পোষ মানিয়ে নাও,অতপর সেগুলোর দেহের একেকটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে দাও।তারপর সেগুলোকে ডাক;তোমার নিকট দৌড়ে চলে আসবে।আর জেনে রেখো,নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী,অতি বুদ্ধিসমপন্ন।’’তফসীরে বলা হয় যে,আল্লাহর নির্দেশে তিনি পাখীগুলোকে জবাই করে এর হাড়-মাংস,পাখা ইত্যাদি সবগুলোকেই কিমায় পরিণত করে ও সেগুলোকে ভাল করে মিশিয়ে নিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নিজ পছন্দ অনুয়ায়ী কয়েকটি পাহাড়ে এক একটি ভাগ রেখে আসেন। তারপর এদেরকে ডাক দেন।তখন সংগে সংগে হাড়ের সংগে হাড়,পাখার সংগে পাখা,গোশতের সংগে গোশত,রক্তের সংগে রক্ত মিলে পূর্বের রুপ ধারণ করে আল্লাহ সুবহানাতায়ালার কুদরতে জীবিত হয়ে দৌড়ে তার কাছে ছুটে আসে। তখন আল্লাহতায়ালা এরশাদ করেন-হে ইব্রাহীম!কেয়ামতের দিন এমনিভাবে সবাইকে পুনর্জীবন দেওয়া হবে এবং হিসাব নিকাশের জন্য তার নিকট দাড় করানো হবে.
চোখে পড়ল আরও একটি নতুন ফোরম।সময় পেলে ঘুরে আসুন:
http://www.esogori.forum5.com/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।