নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
নিসঙ্গতার চরিত্র একাকীত্ব। সেইরকম একাকীত্বে ভোগাটা আমার কাছে তেমন নতুন কিছু নয়। জীবনটা বড় একঘেয়েমী, যান্ত্রিক এ জীবনে আবার একাকীত্ব এক ধরনের যন্ত্রনাই বটে! পরিবারের বাবা-মা আর ভাই এবং অফিসের কলিগ বাদে জীবনের একটি দিনের বাকী সময়টুকু একা।
বন্ধুর প্রসঙ্গে আসলে কেউ যদি বিশ্বাস নাও করেন তবু সত্যকে তো আর অবহেলা করতে পারবনা, সত্যকে বানিয়েও বলতে পারবনা, সত্যই হচ্ছে কোন বন্ধু নেই। বন্ধু-বান্ধব বিহীন এই জীবন। বন্ধুদের আড্ডা, হট্টোগল, মান অভিমান কোনটাই আমার উপলব্ধির সঞ্চয়ে নেই।
একাকীত্বের সময়টুকু পার করা খুব কঠিন একটা ব্যপার, কোনভাবেই সময়কে বুঝিয়ে, শুনিয়ে পথ চলানো দায়। গোমর ধরে নিজ জায়গায় অটল থাকতে চায়, তবু সময়ে গতি ধীর আর দ্রুত যাই মনে হোকনা, সময় সময়ের কাটা ধরে এগিয়ে চলে, আর সাথে একাকীত্বের অনুভূতিটাও পাল্টাতে থাকে।
বয়সের সীমারেখাটাও কম হলনা, তবু এককীত্ব পিছু ছাড়েনা, বাকী জীবনটা কি এই একাকীত্বের উপর ভর করে খুরিয়ে চলতে হবে কিনা সেটাই বা কে জানে ? যদি পরিনতি সেটাই হয় তবে সে সুরে সুর মিলিয়ে এগিয়ে চলা
“যদি তোর ডাক শুনে কেউ আসে,
তবে নাকি একলা চলতে হয় ......”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।