::::: দেখবো এবার জগতটাকে :::::
হাসিতে ওদের মুক্ত ঝরে।
নিঃসঙ্গ বেলাভুমী।
বেলাভুমীর একলা কাক।
সকল নৌ-যানকে উপকুল বরাবর চলাচলের নির্দেশ দেয়া হলো। ঝরের সময় এই নৌকা একলা একা।
বেলাভূমীতে একদম প্রথম আলোতে একলা।
সকালবেলার প্রথম আলো।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
গতবছর সাগরে ৩নাম্বার সঙ্কেত দিল। মজার ব্যাপার ঝরটা আসার কথা একদম ভরা পূর্ণীমাতে। ঝরের জন্যে নির্জন সৈকত, উত্তাল সাগর, আর মাতাল করা পূর্ণীমা (ঝরটা আসার আগেই বেশ নিস্তেজ হয়ে যাওয়ায় চাঁদ ছিল)।
সব মিলিয়ে অপার্থিব পরিবেশ।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।