এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
এইতো
অন্ধকার ঘরে তুমি,
নিসঙ্গ................
তোমার শীতল হৃদয়,
আজ আর ভালবাসতে জানে না
এ যেন চোরাবালির মতো
পারেনা কাউকে ধরে রাখতে।।
তবুও
তোমার মনের ছায়ার
মাঝেই তো আমি দাঁড়িয়ে
এসো আমার কাছে,
এসো না আমার কাছে
তুমি কী তা দেখছো না....................
কেউ একাকীত্ব চায় না
কেউ কাঁদতে চায় না
এক বুক কষ্টে ভারাক্রান্ত হৃদয়
দীর্ঘায়িত তোমাকে ধরে রাখতে,
অতি মূল্যবান সময় শেষ হয়ে যায়;
তবুও................
আমি তোমার অপেক্ষায় থাকি আজীবন,
কেননা কেউ নিসঙ্গতা চায় না, তবে
কেন তুমি দেবে না তোমায় ভালবাসতে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।