আমাদের কথা খুঁজে নিন

   

যে কবিতাটি দিয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে খানিকটা ইম্প্রেস করেছিলাম !!

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! আজ একটা পুরানো ডায়রি খুজে পেলাম ! পাতা উল্টাতে উল্টাতে এই কবিতা টি পেলাম । ঠিক কবিতা না ! ছড়া বলা চলে ! খানিকটা হাস্যকরও বটে ! কিন্তু এই ছড়াটার সাথে কিছু স্মৃতি জড়িয়ে আছে । ইভাকে এই ছড়া লিখেই আমি খানিকটা ইম্প্রেস করেছিলাম ! এখন যদিও যে কেউ দেখলে হাসবে কিন্তু তখনকার ব্যাপারই ছিল অন্য রকম !! না জানি কেন মনে হয় যেন, তোমাকে ছাড়া আমি দিশেহারা । আমারই তুমি সব চেয়ে দামি, এই তুমি যদি দুরের ঐ নদী, হারাবো সেই কুলে কভু যাও ভুলে, দিলাম তোমায়ম বলে যদি যাও চলে, আমায় রেখে একা যদি দাও ছ্যাকা, মরে ঠিকই যাবো সবই যে হারাবো ! জীবন তোমায় ছাড়া কেবলই শুন্য ছড়া ! পাশে যখন থাকো, কতকিছু বকো ! চুপচাপ শুনি, নয়তো হবে খুনোখুনি কিছু বলতে গেলে দিবে যেন জেলে, মুখ তাই বন্ধ, আমি যেন অন্ধ মার্কেটে দাও হাটা, আমার পকেট হয় ফাকা ! ব্যাগ টেনে হয়রান তবুও ছাড়ি নাই ময়দান ! তবুও যখন হাসো, আমায় ভালবাসো, সবই ভুলে যাই সবই ফিরে পাই । কেবল তোমায় বলি, তোমার মতই চলি, কাশতে বললে কাশি, হাসতে বলতে হাসি, সবার শেষে বলি কেবল তোমায় ভালবাসি !! খানিকটা হাস্যকর জানি তবুও মানুষ যখন প্রেমে পড়ে তখন কত পাগলামোই করে !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.