আমি একজন নিরাপদ ব্লগার
আমার বোনকে যদি কেউ ফোন করে বিরক্ত করে তাহলে তার মোবাইল নাম্বারটা বদ নামে সেভ করা হয়। বদ ওয়ান, বদ টু ইত্যাদি ইত্যাদি।
কিছু দিন আগে বোনের মোবাইল এর মিস কল পেলাম। আদরের বোন ,ব্যাক না করলে কি হয়? তাই সঙ্গে সঙ্গে ব্যাক করলাম।
ভাইয়া, আমাকে একটা মোবাইল থেকে বার বার মিস কল দিচ্ছে ।
তুমি কি একটু দেখবে? মেজাজ টা গেল তিরিক্ষি হয়ে। শালাদের কোন কাজ নেই। শুধু মিস কল দেয়।
বোনের মত করে মোবাইল নাম্বারটা বদ নামে সেভ করলাম। প্রথম বদ।
বোনের কাছ থেকে শিখা আরেকটা টেকনিক বলি (ব্লগের বোনদের কাজে লাগতে পারে) । কোন ছেলে যদি তাকে বেশি ডিস্টার্ব করে তাহলে সে মোবইল নাম্বারটা নিয়ে সুন্দর করে কোন বাসের সিটে লিখে দেয়। সঙ্গে যুক্ত করে কোন মেয়ের সুন্দর নাম। আর যায় কোথায়? ঐ ছেলের আর কোন উপায় থাকে না মোবাইলটি রাখার।
রেগে মেগে ফোন করলাম বদকে।
ফোন ধরল এক পিচ্চি। কি করা পিচ্চি -কতক্ষন গাইগুই করে মোবাইল রেখে দিল। ধরতে পারলাম না বদকে।
আবার ফোন করলাম এবার আর কেউ ধরে না। কি যন্ত্রনা।
বেটা ধরে না কেন!
এর পর বোনএর কাছে মেসেজ গেল "তুই ভয় পাইস না। তোর সাথে অনেক দিন দেখা হয় না। " বোন বুঝতে পারল, নিশ্চয়ই এটা তার কোন বন্ধবী। কিন্তু কে? খুজে খুজে হয়রান। না, হচ্ছে না।
কার বাসায় বাচ্চা আছে? না, পাওয়া যাচ্ছে না।
অবশেষে বদ মোবাইল করল। বহু প্রতিক্ষিত বদের ফোন। বদ আর কেউ নয়। বদ তার ঘনিষ্ট বান্ধবী, স্কুলের বান্ধবী মুনীরা।
দীর্ঘ দুই বছর তার সাথে দেখা নাই। অনেক গল্প, অনেক কথা। আমার বোন ফোন বুক এ বদ এর নাম চেঞ্জ করে মুনীরা রাখল। আর আমারটা বদ রয়েই গেল। আমারটা আর চেঞ্জ করা হয়নি।
সে আমার মোবাইল থেকে মাঝে মাঝে বদকে মোবাইল করে। বদ ফোন করলে মোবাইল স্ক্রীনে ভেসে আসে বদ।
আমার বোন বলে, মুনীরা জানতে পারলে আমার খবর আছে।
গতকাল রাত দুইটার দিকে একটি মোবাইল থেকে কল পেলাম। আমি তখন জাগাই ছিলাম ।
ফোন রিসিভ করলাম। কিন্তু ঐ পাশ থেকে কোন কথা নাই। আমি ফোন করলেও ধরে না। এবার তার মোবাইল নাম্বার সেভ করলাম বদ ওয়ান নামে.................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।