আমাদের কথা খুঁজে নিন

   

একাকী শালিক বৃষ্টি ও আমি

কত প্রতীক্ষা গেল হলো না সূর্যোদয়

আজ সারাদিন বৃষ্টি হয়েছিল বৃষ্টি ছিল আজ সারাটা দিন। বারান্দার সামনে যে বৈদ্যুতিক পিলারটি এতদিন দাড়কাকের মত একপায়ে দাড়িয়েছিল আজ সারাটাদিন জলের তোরে কাকভেজা হয়ে বিষন্ন মনে দাড়িয়েছিল সে একাকী আনমনে। সকালের বৃষ্টিতে ভিজে ভিজে সূর্য যখন পশ্চিমের পথে হাটা দিল যখন একটানা টুপটাপ বৃষ্টির তোড়ে নুব্জ বৃদ্ধের মত দখিনা বারান্দার সামনে দাড়ানো লেবু পাতার কিনার ঘেষে অবিরাম কান্নার মত ফোটা ফোটা জল গড়িয়ে উঠোনের দিগন্ত টু্‌ইটুম্বুর যখন সমস্ত আকাশজুড়ে মেঘেদের দাপাদাপি সারা ঘর জুড়ে আলো আধারির খেলা একটা শালিক বহুদুর থেকে জলে ভিজে একাকী দীর্ঘশ্বাসের মত অনেকক্ষন ঠায় বসেছিল আমাদের বারান্দার ওপারে শীর্ণ নদীর মত বয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর। একাকী শালিকের মনে কষ্ট কী ছিলো কোন? হয়তো আমার মত দীর্ঘ বিনিদ্র রাত কেটেছে তার অথবা আমিও একাকী শালিকের মত বিষন্ন মনে ঠায় বসে থাকি আজ সারাটাদিন অঝোর ধারায় বৃষ্টি হয়েছিল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।