বেঁধেছে এমনও ঘর শুন্যের ওপর পোস্তা করে..
অমি রহমান পিয়ালকে ব্যান করা হইছে। খবরটা ভয়াবহ। তবে ব্যান করাটা যতোটা না ভয়াবহ তার চেয়ে বেশি আতংকের হচ্ছে ব্যান করার কারণটি। প্রযুক্তির সবচেয়ে মুক্ত মাধ্যমে ধর্মীয় সুড়সুড়ি যদি হয় মত প্রকাশের স্বাধীনতা শুধু হরণ নয়, একেবারে কেড়ে নেয়া তাহলে অত্যাধিক শোকে গ্রানাইট হওয়া ছাড়া উপায় থাকে না। এ কারণেই এত দেরীতে প্রতিক্রিয়া।
অন্যসব বক্তব্যের চেয়ে গুরুত্বপূর্ণ হলো, পিয়াল ভাইকে যারা ভালোমত চেনে তা সে হোক শত্রু বা মিত্র, তাদের বোঝা উচিত পিয়াল ভাই মুসলমানিত্বের শত্রু নয় (অপর বাস্তব দ্রষ্টব্য)। এমনকি তিনি মনে করেন, মুক্তিযুদ্ধ করেছে এদেশের ৯৯ ভাগ মুসলমান। স্পষ্ট উচ্চারণে তিনি স্বীকার করেছেন, তার চেতনার সিংহভাগ জুড়ে অবস্থান করে আছেন শেষ নবী হযরত মুঃ সাঃ।
পিয়াল ভাইকে আনব্যান করা হোক এ দাবী করিছ না কারণ যার কাছে দাবী করবো তাকে বোধসম্পন্ন হওয়া দরকার, নির্বোধের কাছে দাবী করাকরি নির্বোধদেরই সাজে।
কিন্তু যুগের পর যুগ ধরে নির্বোধ মুসলমানরা শত্রু-মিত্র চিনতে শিখছে না এটা ভেবে মনটা খারাপ হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।