আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবী উল্টাচ্ছে তাই সোজা (খাড়া) টেক্সটও উল্টে যাচ্ছে (আপনি সোজা আছেন তো ?)

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

ধরুন মাথা নীচে পা উপরে ব্যপারটা কেমন দেখাবে?! যেমনই দেখাক এমন কথা কিংবা ঘটনা কখনও কি দেখার সৌভাগ্য হয়েছে? হওয়ার কথা না ! যাই হোক কখনও যদি দেখে থাকুন আর বা নাই থাকুন এটা অন্তত আজ আপনাদেরকে দেখাতে পারি একটি টেক্সকে আমরা যেভাবে সোজা (খাড়া) লিখি তা যদি কম্পিউটারে টাইপ করি সেটা সেরকমই সোজা দেখাবে কিন্তু যদি সোজা না দেখিয়ে পা উপরে মাথা নীচের মত কোন ঘটনা ঘটে অর্থ্যাৎ উল্টে যায় তাহলে কি সিস্টেমকে দোষ দিবেন নাকি যে এই কাজটির জন্য চেষ্টা করেছেন তাকে ক্রেডিট দিবেন ? ভাবছেন, সোজা(খাড়া) টেক্সকে উল্টিয়ে কনভার্ট করা তার জন্য আবার ক্রেডিট কিসের, ঠিক আছে যদি ক্রেডিট নাও দিতে চান তবুও সাইটটি ঘুরে আসতে তো আর দোষের কিছু নেই। আসুন সাইটটি ঘুরে আসি (এখানে ক্লিক করুন) ভয় পাবেন না এতটুকুন নিশ্চিত করতে পারি টেক্সট উল্টালেও আপনি সোজা থাকবেন ঠিকই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.