হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান
অমিত্রাক্ষর বর্ষ ৩ । সংখ্যা ২ । নভেম্বর ২০০৪ । সংখ্যায় প্রথম প্রকাশিত
প্রত্যেক সন্ধ্যেয় আমি যে মোড়ে ভূত পুষি তাহার নাম জগু মন্ডুল। তাহার ও আমার দুটি করে ডানা আছে। আমরা ডানা মেরে উড়ি বনতুলির ঔরষে- যাকে বলে ৪২ বা ৪৩ এর ক্ষ্যাপমারা অথবা শীতের ডাকাবুকো- যে তাপ্পিতে মন্ডুলের বাপ বাইসন মারে রে- আমরাও বান্দুসরকারের পোষ্যবৃন্দ বাহাদুরি গার্হস্থয় অনেক নদী দেখতে পাচ্ছি ইদানিং- নদী মানে সওদাগরপত্র-বাসরফুটো-শোভাবাগান অথবা হলুদ পত্র নামক ধৃতবন্দুক তুড়িতে বাইসনের যে দীর্ঘস্বাস বইছে যাকে অনেকে বলেন অলসনৌকো অথবা দস্যুমোহর তারাই নাকি ইদিনিং বলাবলি করছে
'আমাদের নাকি কোন শাখা নেই'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।