যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
মদের বোতল হাতে নিয়ে আমার প্রথম যে চিন্তাটা হলো সেটা হচ্ছে কেন মেয়েরা ছেলেদের চেয়ে ফোনে বেশি কথা বলে। কারণটা অবশ্যই আমার ফোন ব্যস্ত থাকা আর ঐপাশ থেকে এক নারীর সংসারের ধারাবিবরণী বলে যাওয়া। যার ফলে সাকুরার সামনে দাড়িয়ে কোন সিএনজি-ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলতেও পারছি না। জঘন্য চৌধুরী শরাফাতুল্লাহ টাইপের কর্দমাক্ত আকাশ মানের বর্ণনা দিচ্ছে পিচ্ছিল চরিত্রের উর্বশী।
কি আশ্চর্য্য! আমি মদের বোতল নিয়ে দাড়িয়ে আছি, তোমার কথার জন্য সিএনজি ঠিক করতে পারছি না, পুলিশে ধরে নেবে বেশীক্ষণ দাড়ালে!
আবার মদ! তোমার মাথা আমি চিবিয়ে খাবো! বউ নেই ঘরে আর বেলল্লাপনা শুরু করেছো? নারীসংগও বাদ দাও নি মনে হয়!
ছি ছি ছি নায়লা, তোমার স্বামী মৌলানাটাইপের পুত পবিত্র, এক সন্তানের জননী আবার স্কুল টিচার হতে যাচ্ছো, যাচ্ছেতাই ভাবাটা বাদ দিতে পারলে না!
হয়েছে! সব পুরুষ নারীকে একাকী পেলে সংগমের কথাই ভাবে!
তোমাকে আমি খুন করুম! মৌলানার উচিত শুধু বোরখা না, তোমাকে শেকল দিয়ে বেঁধে রাখা!
কেন? তোমার সাথে শুইনি বলে শুদ্ধতা দেখিও না! এটা তোমার শুদ্ধতা নয়, আমি তোমাকে শুদ্ধ রেখেছি!
আমি কবে তোমার সাথে শুইতে চাইলাম!
ও আচ্ছা! এখন পুরো উল্টোডাঙা? ফোনে যে এত সেক্সুয়াল হেলথ বিষয়ক আলাপ করো সেটা কি প্রভোকশন নয়!
ইমপসিবল! ইউ আর এ সিক! তুমি তো অনাগ্রহ দেখাও নি কখনও! আমার জানার দরকার বলে করেছি, উই ওয়ার দ্যাট কাইন্ড অফ ফ্রেন্ড!
হয়েছে, তোমার সবকিছুই ছিল সিডাকশনের এটেমপট! মনে করেছো আমি বুঝি নাই! তুমি কেন ফিজিসিয়ানের সাথে আলাপ করো নাই? মেয়েদের সাথে যৌনতা বিষয়ক আলাপ করতে একধরণের আনন্দ পাও তুমি!
আমি মদ নিয়ে ফ্রিজ হয়ে থাকি।
সাকুরাতে ঢুকে পুরোটুকু গলায় ঢেলে দিতে ইচ্ছে করে। হয়তো এটা আমার অবেচতন সিডাকশন এটেমপট, আমি এড়াতে পারি না দায়ভার! চুপ করে থাকি।
কি হলো? ভুম মেরে গেলে কেন? আঁতে লেগেছে?
আমার মাথা দিয়ে মদ বেরুচ্ছে। বোতল ভেঙে মাথায় ঢালতে হবে।
আরে কি হলো কাউডাং? মজা করছিলাম, আমিও তোমাকে সুযোগ দিয়েছি সেটাও সত্যি! শোনো, বাদ দাও, ইউ শুড নট বি প্রভোকেটিভ, যদি সত্যিই লয়েল থাকতে চাও স্ত্রীর কাছে।
বিষয়টা হচ্ছে থাকতে চাও কিংবা চাও না কিনা! আমি বুঝেশুনে একজন প্রায় যৌনাক্ষম লোকের সাথে থাকছি, তার কাছে বিশ্বস্ত থাকছি। অন্তরে ক্ষুদ্রতম শুদ্ধতা নেই। ইনফ্যাক্ট ভাবছিলাম সউলে শুদ্ধ কিভাবে থাকা যায়? কেন দরকার? ইটস কাইন্ড অফ গেটিং প্লেজার অফ ইন্টারকোর্স থ্রু সেক্সুয়াল ব্রেনস্ট্রোমিং। কেন এর মধ্যে শুদ্ধতার অভাব থাকবে, লয়েলিটি নষ্ট হবে?
মাথায় বুদ্ধিশুদ্ধি আরো কমতে থাকে। ফোনের চার্জ নিভুনিভু।
নায়লা বলতে থাকে, আমাকে বোরখা পড়ে যেতে হবে কেন? মৌলানা সাব ভাবে এতে প্রভোকশন কম হবে, যাতে পুরুষ আমার প্রতি আগ্রহ কম দেখাবে। সে ভাবে পর্দার এই নিয়ম কত উপকারি অথচ ডেজায়ার ফর সেক্স অনেকভাবেই পূরণ করা যায়, তোমার সাথে আমার সংলাপ তেমনই একটা পূরণ।
তাহলে তুমিও প্রভোক করছো? এ্যান এটেমপট অফ সিডাকশন?
হয়তো। কিন্তু তুমি কি করছো, তা কি জানতে? বি স্ট্রেইট, ইউ আর ডুইং দ্যা সেইম কাইন্ড অফ থিং আবার আমাকে ছি ছি করছো!
আমি কথা বাড়াই না। বা বাড়াতে পারি না।
ফোন এমনিতেই কেটে যায়। হৃদয় খুঁড়ে রক্ত দেখা যায়। একজন নারী কিসে হ্যারাস হয়, তা বোঝার সাধ্য আমার সত্যিই নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।