একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী
পোলিশ পুলিশ গত শুক্রবার ঘোষনা দেয় যে, একটি মহিলা মাতাল অবস্থায় একটি বাচ্চার জন্ম দেয়। বাচ্চাটার জন্মের সময় ওজন ছিল ৭ পাউন্ড। মায়ের অবস্থা দেখে ডাক্তাররা বাচ্চার রক্তে এলকাহোলের মাত্রা পরিমাপ করতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। পরীক্ষার ফলাফল থেকে জানা যায় যে, জন্মের ১২ ঘন্টা পর বাচ্চাটির প্রতি ১০০০ গ্রাম রক্তে ১.২ গ্রাম এলকাহোল রয়েছে। বয়স্ক ব্যাক্তিদের ক্ষেত্রে হিসেব করলে যা কিনা এক বোতল ওয়াইন বা দুই লিটার বিয়ার পান করলে এই পরিমান থাকে। আরো বিশদভাবে বলতে গেলে সাধারনত ১০০০ গ্রাম রক্তে .২ গ্রাম এলকাহোল-ই হল পোল্যান্ডের ড্রাইভারদের রক্তের সর্বোচ্চ এলকাহোল লিমিট। এরপর তাকে জরিমানার সামনে পড়তে হবে। তার মানে এই বাচ্চার শরীরে ড্রাইভিং সীমার চেয়েও প্রায় ৬ গুন বেশি এলকাহোল রক্তে ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।