আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ ভরিয়া গেলো হরিদাস পালে ৫

<ংপৎরঢ়ঃ ংৎপ

আসিয়াচেন তিনি আসিয়াচেন। হরিদাস পাল হইবার চেষ্টা তাহার সফল হইয়াচে, ব্লগের হরিদাস পাল ১ এবং ৩ তার ন্লগ পাতায় তার আগমনে আনন্দ প্রকাশ করে এসেচেন। আমরা দুই পয়সার মানুষ, হরিদাস হইবার জন্য যে যোগ্যতা লাগে তা নাই , তাই হাসান তারিক কে সেলাম। হাসান তারিক তার সাতে নিয়া এসেচেন এক গাদা কাঠাল পাতা, আমরা যদি ভাল আচরন করি তাহলে ছাগমূর্খদের দিবেন তিনি উতকৃষ্ট কাঠাল পাতা হাসান তারিক আমাদের জ্ঞান মুর্খ বলিয়াচেন, আমরা কোরআন না পড়িয়া আলোচনা করিতেচি বলিয়াচেন, আমাদের মাং সেতুং (কপি রাইট ত্রিভূজ) পড়িয়া অল্প বিদ্যা ভয়ন্করি দোষে দুষ্ট বলিয়াচেন। আরো বলিয়াচেন, ধর্ম বেইসড সমাজ ব্যবস্হা দিতে পারে আমাদের মুক্তি।

তো কেন চান তিনি ধর্ম বেইসড সমাজ ব্যবস্হা কেননা তিনি ধর্ম ব্যবসায়ি। আসল কতা ভুল করে বেরিয়ে গেচে কৌশিকর পোস্ট "হাসান তারিক বলেছেন : ২০০৭-০৭-১৮ ১৭:১৫:১৬ জামায়াত ধরা খাবে.....মুজাহিদ জেলে যাবে......(কি আফসোস!) মগর শকুনের দোয়ায় গরু কমই মরে " ধর্ম ব্যবসায়ি হিসাবে তিনি চান এমন একটি সমাজ ব্যবস্হা যেকানে মানুষের ব্যাক্তিগত আচরন কে টেনে নিয়ে আসা যাবে যেকানে পরকালের ভয় দেকিয়ে যাওয়া যাবে রাষ্ট্রীয় ক্ষমতায়। যেকানে সংখ্যা লঘুরা, সংখ্যা গুরু দের ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হবে। কিন্তু কি হবে যকন হাসান তারিজের পসন্দের ধর্ম সংখ্যা গুরর নয়। থাইল্যান্ডে একটি বিশাল মুসলিম জনসংখ্যা আচে একন থাইল্যান্ডে যদি গ্রহন করে বুদ্ব ধর্ম রাস্ট্র ধর্ম হিসাবে, তকন ইসলাম বিপন্ন বলে ডাক দিবেন হাসান তারিকরা।

( পাঠক থাইল্যান্ডে বুদ্ব ধর্ম রাস্ট্র ধর্ম হিসাবে গনভোট হয়েচিল এবং বর্তমানে জনগন প্রত্যাখান করেচে)। হাসান তারিক রা ধর্মনিরেপক্ষতা প্রত্যাখান করেন কেননা এটা তাদের ধর্ম ব্যবসা বন্ধ করে বলে। কোরানের সুরা কাফিরুন পুরা অনুবাদ নীচে রইল বলুন হে কাফিরকুল আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর এবং তোমরাওএবাদত কারী নও, যার এবদিত আমি করি। এবং আমিও এবাদত কারু নই, যারএবাদত তোমরা কর তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি। তোমাদের কর্ম এবং কর্মফল তোমাদের জন্য এবং আমার কর্ম এবং কর্মফল আমার জন্য।

" দেখুন এখানে পষ্ট করে ধর্মনিরেপতার কথা বলা আছৈ। বিশেষ করে শেষ আয়াতে যেখানে কর্মফলের কথা বলা আছে আরও দেখুন ২য় আয়াত যেখানে প্রত্যেকের বিশ্বসিকে ব্যাক্তিগত বলা হচেছ। তাই কি ধর্ম নিরেপতার মূল নীতি নয়? হাসান তারিকরা আপনারা ইসলামের মূল নীতি থেকে সরে গেচেন আপনার চান একটি সমাজ যেকানে মানুষের ধর্মকে ব্যবহার করবেন আপনার যাতে ক্ষমতা দখল করা যায়। আপনারা মানুষের ভয় কে কাজে লাগাবেন, চাবেন একদল ভেড়া যারা আপনাদের মত ধর্ম ব্যবসায়িদের কাচে সারেন্ডার করবে। রাসপুটিনের মত আপনার নিয়ন্ত্রন করবেন আমাদের জীবন এবং ভবিষ্যত।

শালার ব্লগ ভরিয়া গেলো হরিদাস পালে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.