আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ কি পাকিস্তানের পথে?

mahbub-sumon.com

প্রথমে তাদের দেশের বাহিরে নির্বাসনে পাঠানোর কথা ভেবেছিলো তত্বাবধায়ক সরকার ওরফে তথাকথিত সামরিক সমর্থিত (?) সরকার আদতে ছায়া সামরিক শাষকগোষ্ঠী। ব্যার্থ সেখানে। শেখ হাসিনার গ্রেফতার করা হোলো। বেগম খালেদা জিয়া কেও গ্রেফতার করা হবে !? চলছে দূর্নীতি দমন অভিযান। টার্গেট ? :: রাজনীতিবিদ।

কাদের ধরা হচ্ছে ? :: যারা উর্দিওলাদের কথা শুনছে না বা শুনবে না। ------------------ পাকিস্তান আমলে জেনারেল আইউব খান কি করেছিলো ? :: মুসলিম লীগ কে ভেংগে ৩ টুকরো, অনুগত এক মুসলিল লীগ তৈরি। পাকিস্তানে প্রয়াত সামরিক শাষক জেনারেল জিয়াউল হক ? :: সেই একি কাজ, একদল পদলেহী রাজনৈতিক গোষ্ঠী স্মৃষ্টি। এখন, জেনারেল মোশারফ ? :: বেনজির ও নওয়াজ শরীফকে নির্বাসন। সুবিধাভোগী একদল রাজনীতিবিদ দিয়ে পদলেহী দল গঠন ও দেশ শাষন।

বিশ্ব ব্যাংকের প্রাক্তন আমলা দিয়ে দেশ শাষন। সেই একি কাজ প্রকান্তরে চলছিলো বাংলাদেশও। শেখ হাসিনাকে দেশের বাহির হতে আসতে বাধা প্রদান বা বেগল জিয়াকে ওমরার নামে সৌদি আরবে নির্বাসন, যা করা হয়েছিলো নওয়াজ শরিফের সাথে। এ ক্ষেত্রে মিল পাওয়া যায় পাকিস্তানের সাথে। পাকিস্তানের মতো বাংলাদেশেরও সরকার প্রধান একজন প্রাক্তন বিশ্বব্যাংক আমলা।

বিগত ও বর্তমান সামরিক সরকারের সময় পাকিস্তানে কি হয়েছিলো ? :: দূর্নীতি দমনের নামে ধরপাকড় ও রাজনীতিকে কঠিন করে তোলার জন্য দমন নীতি। ঠিক একি কাজ করা হচ্ছে বাংলাদেশেও। দূর্নীতি দমনের নামে চলছে ধরপাকড় ও রাজনীতিকে কঠিন করে তোলার জন্য দমন নীতি। মাইনাস টু থিউরি যা পাকিস্তানের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিলো তা একি ভাবেও প্রয়োগ করার চেষ্টা চালানো হচ্ছে বাংলাদেশেও। প্লাস ওয়ান ( নতুন দল গঠন ) থিউরি যা প্রয়োগ করা হয়েছিলো পাকিস্তানে সব সময় সেই একি থিউরি প্রয়োগ করা হচ্ছে বাংলাদেশেও।

প্রকাশ্য ও ঘোরোয়া রাজনীতি নিষিদ্ধ। তবুও চলছে নতুন দল গঠনের পালা। সরকারের সমর্থনে বিভিন্ন দল থেকে সুবিধাভোগীদের ভাগিয়ে নিয়ে নতুন দল গঠন চলছে। নতুন বোতলে পুরোনো মদ। পাকিস্তানের মতো বাংলাদেশেও রাজনৈতিক দল গুলো ভেঙে ফেলার জন্য সামরিক গোয়েন্দা সংস্থা গুলোর নোংরা ব্যবহার করা হচ্ছে।

------------------ বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। বংগবন্ধুর সময়টুকু বাদ দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই ঘনিষ্ঠ সম্পর্ক রেখে এসেছে পাকিস্তাব সেনাবাহিনীর সাথে। ট্রেনিং থেকে শুরু করে ইন্টেলিজেন্স শেয়ারিং এ পাকিস্তান সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সামরিক বাহিনীর দারুন সম্পর্ক। দুটো সামরিক বাহিনীর অনেক মিল রয়েছে, যা বাংলাদেশ সামরিক বাহিনীর সম্পর্কে ধারনা আছে এমন যে কেউ বুঝতে পারবেন। বাহিনী দুটোর মাঝে মানসিক মিলও অনেক।

এ জন্যই পাকিস্তানের সামরিক শাষকদের সাথে বাংলাদেশ সামরিক শাষকদের কর্মধারা , চিন্তা-চেতনা বা বক্তব্যের মিল অবাক করে না। গনতন্ত্র আনয়নের নামে এরা প্রকান্তরে গনতন্ত্রকেই হত্যা করছে। তবে এটা বোঝার বোধ বোধোহয় এদের নেই। দুটো বাহিনীর বুদ্ধিই থাকে হাঁটুতে। গনতন্ত্রই একমাত্র সমাধান।

তবে তা পিঠে রাইফেল লাগিয়ে চাপিয়ে দেয়া জলপাই মাখা গনতন্ত্র নয়। জয়তু গনতন্ত্র, জয়তু মানবতা। জয়বাংলা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.