অবশ অনুভুতির দেয়াল
একটা ছোট বাচ্ছাকে যদি জিজ্ঞাসা করেন তোমার সবচেয়ে প্রিয় চকোলেট কি, সে তখন হয়ত একবাক্যে কিংবা ভেবে চিন্তে জবাব দেবে, ধরুন, "স্নিকার্স"। নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন যে শ্রীলঙ্কান অফ স্পিন যাদুকর মুরালিধরনকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার সবচেয়ে প্রিয় চকোলেট (!) কি সে বরঞ্চ একবারও না ভেবে হয়ত (হয়ত কেন? আজকের পর থেকে নিশ্চিতভাবেই) একবাক্যে জবাব দেবে - "বাংলাদেশ"।
হ্যাঁ ভাই . . . . . বাংলাদেশ এখন মুরালিধরনের কাছে তার সবচেয়ে প্রিয় চকোলেট-এর মতই।
ভাবছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-কে একটা উপদেশ দেব। আগামীতে কোন শ্রীলঙ্কা সফর বা শ্রীলঙ্কার কোন বাংলাদেশ সফরের আগে ক্রিকেট বোর্ড যেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড-কে একটা ফর্মাল ই-মেইল পাঠায়। বিষয়বস্তুঃ মুরালিধরন দলে থাকলে আগে থেকেই ইনিংস পরাজয় মেনে নেয়া। তারপর শ্রীলঙ্কার হাতে ব্ল্যাংক চেক এর মতো একটা ফর্ম ধরিয়ে দেয়া যে, "নেন ভাই, ইনিংস ব্যবধানের পর যা মনে চায় অংক বসিয়ে নেবেন।"
ব্যান্ডদল "যাত্রী" বোধহয় শ্রীলঙ্কাকে উদ্দেশ্য করেই গেয়েছিল - "খুব, তুমি জিতস। এ্যালা ক্ষ্যান্ত দাও।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।