আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুরালিধরন

I want to write aboute social .

ফেব্র"য়ারির বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। তবে ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তিনি খেলবেন বলে জানিয়েছেন। গতবছর জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন মুরালিধরন। মুরালিধরন বলেন, " এই বিশ্বকাপই বিদেশের মাটিতে আমার শেষ খেলা । তবে চুক্তি অনুযায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরো দু'বছর খেলবো আমি।

ভবিষ্যতে নিউজিল্যান্ড অথবা ইংল্যান্ডে ক্রিকেট সংক্রান্ত কাজ করার ইচ্ছা আছে আমার। " একদিনের (৫১৭) ও টেস্ট (৮০০) উভয় ধরণের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক মুরালিধরন। এটা তার চতুর্থ বিশ্বকাপ। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মুরালিধরন। যদিও জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর ভারতের লেগস্পিনার অনিল কুম্বলের সঙ্গে ব্যাঙ্গালোরে একটি স্পিন-বোলিং একাডেমি গড়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন মুরালিধরন।

তবে আপাতত কোচিং শুরু করার কোন পরিকল্পনা নেই বলে তিনি জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.