আমাদের কথা খুঁজে নিন

   

মুভি: ওয়েস্ট সাইড স্টোরি-রোমিও জুলিয়েট গল্প নিয়ে সেরা ছবি?

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

এই উপমহাদেশে রবি ঠাকুর ও শরতচন্দ্রের গল্প নিয়ে কত সিনেমা হয়েছে তার সঠিক কোথায় আছে আমার জানা নেই। এর মধ্যে সবচেয়ে ছিলেন মনে হয় সত্যজিত রায়। চারুলতা, ঘরে বাইরে বা তিন কন্যা-একেকটিই দারুন সিনেমা। এমনকি বিমল মিত্রের দেবদাস আজও বার বার দেখা যায়, সেই তুলনায় সঞ্জয় লীলা বনসালীর দেবদাস বিরক্তিকর। পরিনীতা নিয়ে একাধিক ছবি হলেও হালের প্রদীপ ঘোষের পরিচালনায় আর সাইফ ও বিদ্যা ব্যালানের পরিনীতাও যথেষ্ট উপভোগ্য।

উপন্যাস বা গল্পের প্রতি দায়বদ্ধ থেকে যারা সিনেমা বানিয়েছেন তারাই বাহবা পেয়েছেন। এ কারণেই সঞ্জয় লীলার দেবদাস সমালোচকদের কৃপা দৃষ্টি পাননি। তবে গল্পকে হুবহু অনুসরণ না করেও যে ভাল কিছু বানানো যায় অনেক ইংরেজি ছবি তার বড় প্রমান। ভারতীয় পরিচালকদের সীমাবদ্ধতাই এর কারণ হতে পারে। সাম্প্রতিক ব্যতিক্রম বিশাল ভরদ্বাজ, যেমন ওমকারা ও মকবুল।

শেক্সপিয়ারের গল্পটা নিয়ে নিজের মতো করে ছবি বানানোর মুন্সিয়ানা যে তার আছে সেটি তিনি দেখিয়েছেন। মাহবুব মোর্শেদ ভাই মকবুল নিয়ে ভাল একটা লেখা লিখেছেন। তিনি লিখেছেন..শেক্সপিয়ারের নাটক নিয়ে সিনেমা প্রচুর হয়েছে কিন্তু একেবারে ওলোট পালট করা কাজ কি বাজ লাহরমান পরিচালিত ও লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত রোমিও+জুলিয়েট থেকে শুরু? আমি জানি না। কেউ জানলে আওয়াজ দিয়েন। শেক্সপিয়ারের গল্প নিয়ে নিজের মতো করে সিনেমা বানানোর ক্ষেত্রে সেরা সম্ভবত ওয়েস্ট সাইড স্টোরি।

১৯৬১ সালে মুক্তি পেয়েই হৈচৈ ফেলে দিয়েছিল। ১১টি মনোনয়ন পেয়ে সেরা ছবি হিসাবে ১০টি অস্কার পায়। মূলত এটি ব্রডওয়ে থেকে নেওয়া। কাহিনীর মূল ভিত্তি রোমিও জুলিয়েট। প্রোপট নিউইয়র্ক সিটি।

উঠতি মাস্তানদের দুই গ্রুপ। সাদা আমেরিকান গ্রুপে আছে এন্টন, রাস্তার দখল নিয়ে যুদ্ধ পুয়ের্তারিকান ইমিগ্রেন্টদের সঙ্গে। এন্টন প্রেমে পরে পুয়ের্তারিকান গ্রুপ নেতার বোন মারিয়ার প্রতি। তারপরেই ঘটনা এগিয়ে যায়। ছবিটা মিউজিক্যাল।

অনেকগুলো গান আছে। শুরুটাই চমতকার। নিউইয়র্ক সিটির রাস্তায় দুই গ্রুপের মুখোমুখি হওয়া থেকে ছবি শুরু। শুরু থেকেই আটকে যাবে চোখ। বলে রাখি রোমিও জুলিয়েট যখন লেখেন সেসময়কার কাল্পনিক ঘটনা নিয়ে ১৯৯৮ সালে তৈরি হয়েছিল শেক্সপিয়ার ইন লাভ।

ছবিটি সেরা ছবির অস্কার পায়। মজার ব্যাপার কি জানেন, ওই বছর সেভিং প্রাইভেট রায়ানের ছবি টপকে শেক্সপিয়ার ইন লাভ সেরা ছবির পুরস্কার পায়, যা সমালোচকরা পছন্দ করেননি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.